• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ভারত বলছে এশিয়া কাপ বাতিল, পাকিস্তান বলছে 'ভিত্তিহীন'

    ভারত বলছে এশিয়া কাপ বাতিল, পাকিস্তান বলছে 'ভিত্তিহীন'    

    সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। তবে করোনা মহামারীর কারণে পাকিস্তান আসরটিকে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে চেয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পাকিস্তানের সেই প্রস্তাবে সম্মত বলেই আভাস পাওয়া গিয়েছিল বিভিন্ন মাধ্যমে। তবে গতকাল এক ইনস্টাগ্রাম লাইভে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন নতুন খবর। এশিয়া কাপের এবারের সংস্করণ বাতিল হয়ে গেছে বলে সেই লাইভ চ্যাটে জানিয়েছিলেন তিনি। তবে গাঙ্গুলির সেই বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    দীর্ঘ বিরতির পর ডিসেম্বরে ভারত প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বলে লাইভ চ্যাটে জানিয়েছেন গাঙ্গুলি, আর তার সাথেই এশিয়া কাপের বাতিলের খবরটিও প্রকাশ করেন তিনি, “ডিসেম্বরে আমরা প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলব। আর সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেছে।” যদিও এশিয়া কাপ কেন বাতিল হয়ে গেছে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি গাঙ্গুলি।

    তবে পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নি গাঙ্গুলির মন্তব্যকে ‘ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করেছেন, “গাঙ্গুলির মন্তব্যে আমাদের কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না। সে প্রতি সপ্তাহে মন্তব্য করলেও সেগুলো ভিত্তিহীন-ই থাকবে।”

    “এশিয়া কাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এসিসি। এসিসি প্রধান নাজমুল হাসান-ই (বিসিবি প্রধান) কেবল এই ব্যাপারে ঘোষণা দিতে পারেন। আর আমাদের জানা মতে, এসিসির পরবর্তী মিটিংয়ের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।” বিসিবি প্রধান দেশের বাইরে থাকায় এ বিষয়ে এখনো কিছু জানাননি।