• লা লিগা
  • " />

     

    মেসিকে ধরে রাখতে হলে বার্সাকে উন্নতি করতে হবে: সুয়ারেজ

    মেসিকে ধরে রাখতে হলে বার্সাকে উন্নতি করতে হবে: সুয়ারেজ    

    এই মৌসুমে লা লিগার শিরোপা পাচ্ছে না বার্সেলোনা, সেটি প্রায় নিশ্চিত। তবে লা লিগা হারানোর চেয়েও বার্সেলোনার জন্য বড় দুশ্চিন্তা সম্ভবত লিওনেল মেসির চুক্তি নিয়ে। এখনও চুক্তি নবায়ন করেননি মেসি, যার মানে ২০২১ সালের পর আর বার্সায় থাকছেন না। লুইস সুয়ারেজ মনে করেন, মেসি বার্সাতেই থাকবেন। তবে সুয়ারেজ বলছেন, মেসিকে খুশি রাখার জন্য বার্সাকে উন্নতি করতেই হবে।

    বার্সেলোনা বোর্ডের সঙ্গে গত বছরখানেক ধরেই খানিকটা মন কষাকষি হয়েছে মেসির। এরনেস্তো ভালভের্দের বিদায়ের জন্য মেসিকে দায়ী করা নিয়েও খেপেছিলেন ক্লাবের হর্তকররাদের ওপর। এরপর খেলোয়াড় বেতন কমানো নিয়ে বোর্ডের সিদ্ধান্ত ইয়ে কথা বলেছেন প্রকাশ্যে। গুঞ্জন আছে, বার্সেলোনার নতুন কোচ নিয়োগ, খেলোয়াড় কেনা এসব নিয়েও সন্তুষ্ট নন মেসি। সব মিলে মেসি বার্সাতে খানিকটা হতাশ হয়ে পড়েছেন বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম।

    এই বার্সায় সুয়ারেজ মেসির কাছের লোকদের একজন। সুয়ারেজ ও মেসি দম্পতিও পারিবারিকভাবে বন্ধু। মেসি কী ভাবছেন, সেটা সুয়ারেজ হয়তো কিছুটা আঁচও করতে পারেন। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে তার কিছুটা আভাস দিলেন সুয়ারেজ, ‘মেসির এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা উইনিং প্রজেক্ট। এখন যে পরিস্থিতিতে সে আছে সেখান থেকে বড় কোনো সিদ্ধান্ত সে একা নিতে পারবে না। তার বাবা আছে, পরিবারের লোকজন আছে তাদের সাথে সে কথা বলবে।’

    সুয়ারেজ অবশ্য আশা করছেন, মেসি শেষ পর্যন্ত বাসাতেই থাকবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিলেন বন্ধুর ওপরেই, আমি মনে করি সে বার্সাতেই থাকবে। তবে দিন শেষে সিদ্ধান্ত নেওয়ার ভার তার। পরিবারের সাথে কথা বলেই সে যা করবে, তার ভালোর জন্যই করবে। বন্ধু হিসেবে আমি শুধু চাই ও সুখে থাকুক।’

    সুয়ারেজ মনে করেন মেসি বার্সেলোনায় ভালোই আছেন, ‘আমি মনে করি মেসির পরিবার বার্সায় সুখেই আছে। আর পরিবার ভালো থাকলে ও এখানেই থাকা উচিত। আর যদি একটা হাওয়াবদল দরকার হয় তাহলে ও জানে কী করতে হবে।’

    এই মুহূর্তে বার্সার লিগ জেতার সম্ভাবনা প্রায় নেই। সুয়ারেজ নিজেও সেটা ভালোমতোই জানেন। আপাতত চোখ রাখছেন চ্যম্পিয়নস লিগের ওপরেই।