• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসির চেয়ে 'কম বিশ্রাম' পাওয়ায় অসন্তুষ্ট ইউনাইটেড ম্যানেজার সোলশার

    চেলসির চেয়ে 'কম বিশ্রাম' পাওয়ায় অসন্তুষ্ট ইউনাইটেড ম্যানেজার সোলশার    

    শীর্ষ চার নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যে আবার আছে এফএ কাপ। ইংলিশ লিগে টানা খেলছে ক্লাবগুলো, চোখ রাঙাচ্ছে ক্লান্তি। এত কিছুর মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এফএ কাপের প্রস্তুতি জন্য প্রায় দুই দিন সময় বেশি পাচ্ছে চেলসি। আর এই ব্যাপারটা নিয়েই আপত্তি তুলেছেন ইউনাইটেড ম্যানেজার ওলে গানার সোলশার।

    এই সপ্তাহে মঙ্গলবার নরউইচকে হারিয়েছে চেলসি। পরের রোব বার ইউনাইটেডের সাথে এফএ কাপ সেমিফাইনাল, তার আগে প্রস্তুতির জন্য চার দিন সময় পাচ্ছে তারা। আর ইউনাইটেড আজ বৃহস্পতিবার খেলবে ক্রিস্টাল প্যালেসের সাথে। দুই দিন পরেই নামতে হবে এফএ কাপ সেমিতে। চেলসি তাই বাড়তি বিশ্রাম পেয়েই নামছে। আর এই ব্যাপারটাই অসন্তুষ্ট করেছে ইউনাইটেড ম্যানেজারকে, ‘এটা অবশ্যই আমাদের জন্য একটা দুশ্চিন্তা। ওরা আমাদের বিশ্রাম ও রিকভারির জন্য ৪৮ ঘণ্টা বেশি সময় পাচ্ছে। ব্যাপারটা ঠিক হয়নি। আমরা আবার লিগ শুরু হওয়ার পর সূচি নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু সেটা মানা হয়নি। আমাকে এখন বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের ম্যাচের কথা ভাবতে হচ্ছে। সেটা শেষ হওয়ার সাথে সাথেই আবার অন্য ম্যাচ দিয়ে দৌড়ঝাপ শুরু করতে হবে।’

    লিগ আবার শুরু হওয়ার পর ৭ ম্যাচ হারেনি ইউনাইটেড। সর্বশেষ পাঁচ ম্যাচে একই একাদশ খেলিয়েছেন সোলশার। সাউদাম্পটনের বিপক্ষে অবশ্য ক্লান্তিটা বোঝা গেছে ভালোমতোই। তবে ইউনাইটেড ম্যানেজার বলছেন, ধকলটা নিতে পারবেন পগবারা, ‘আমাদের পরের দুই সপ্তাহে দম ফেলার সময় থাকবে না। তবে আমরা অনেক ফিট আছি। অনেক বছর ধরে ছেলেরা নিজেদের এতো ফিট মনে করি, এটা আমি নিশ্চিত। গত মৌসুমের শেষ দিকে যেমন আমাদের ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল, অনেকগুলো ইনজুরিতেও পড়েছিলাম। এই মৌসুমে এখনও সেই সমস্যা হয়নি।তবে ৪৮ ঘন্টার মধ্যে মাঠে নামা সত্যিই কঠিন।’

    সাদাম্পটনের বিপক্ষে চোট পেয়েছিলেন তরুণ স্ট্রাইকার ম্যাসন গ্রিনউড ও লেফটবযাক লুক শ, এই দুজনের মাঠে নামা নিয়ে সংশয় আছে আজ।