• লা লিগা
  • " />

     

    সেপ্টেম্বরে নতুন মৌসুমেও দর্শক ফিরছে না লা লিগায়?

    সেপ্টেম্বরে নতুন মৌসুমেও দর্শক ফিরছে না লা লিগায়?    

    করোনা ভাইরাসের পর ইউরোপের শীর্ষ লিগগুলো শুরু হয়েছে দর্শক ছাড়াই। এর মধ্যে অবশ্য একটু একটু করে ফিরতে শুরু করেছে দর্শক, ফ্রান্সে ফিরেছে সীমিত আকারে। তবে লা লিগার নতুন মৌসুমের শুরু থেকে অন্তত মাঠে দর্শকদের উপস্থিতি দেখতে পাচ্ছেন না স্পেনের স্বাস্থ্যমন্ত্রী।

    গত জুনে লা লিগার এই দফায় শুরুর পর এখন পর্যন্ত ফাঁকা মাঠেই হচ্ছে খেলা। স্পেনে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে আসলেও এখনো পুরোপুরি শংকা কমেনি। কিছু এলাকায় গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখনই মাঠে দর্শকেরা খেলা দেখতে পারবে না বলেই মনে করেন সসান্তিয়াগো ইয়া, ‘এই মুহূর্তের বাস্তবতায় মাঠে দর্শকদের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখনো ঝুঁকিটা রয়ে গেছে। দর্শক মাথে ফেরানোর আগে আমাদের আরও তথ্য ও সময় দরকার। আমাদের এই ভাইরাস নিয়ে সতর্ক থাকতে হবে, সেজন্য এক জায়গায় অনেক লোকের সমাগম এখন সম্বব নয়।’

    ১১ জুন থেকে শুরু হওয়ার পর লা লিগার এই মৌসুমের খেলা শেষ হয়ে যাবে সামনের সপ্তাহেই। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা নতুন মৌসুমের খেলা।