• লা লিগা
  • " />

     

    'দুর্বল, অধারাবাহিক' বার্সেলোনাকে শূন্য থেকে শুরুর তাগিদ দিলেন মেসি

    'দুর্বল, অধারাবাহিক' বার্সেলোনাকে শূন্য থেকে শুরুর তাগিদ দিলেন মেসি    

    এমনিতে প্রচারমাধ্যমের সামনে তিনি কথা কমই বলেন। কাল ফ্রিকিক থেকে গোলের পর তার ‘মেজাজ খারাপটা’ বলে দিচ্ছিল, সমস্যা একটা আছেই। ওসাসুনার কাছে হেরে লা লিগার শিরোপা খোয়ানোর পর ক্ষোভটা ভালোমতোই উগড়ে দিলেন লিওনেল মেসি। এই বার্সেলোনা অধারাবাহিক, দুর্বল এবং উন্নতি না করলে চ্যাম্পিয়নস লিগ থেকেও বাদ পড়বে, বললেন জোর দিয়েই।

     

    মেসি নিজে কাল গোল পেয়েছেন, কিন্তু বার্সা ছিল আরও একবার ছন্নছাড়া। দ্বিতীয় দফার লিগ শুরুর পর থেকেই অনেক কিছু ঠিকমতো হয়নি তাদের, কাল তো দশজনের ওসাসুনাই হারিয়ে দিয়েছে বার্সাকে। ন্যু ক্যাম্পেও ৪২ ম্যাচ পর হেরেছে বার্সা। মেসি বলছেন, বার্সার কালকের পারফরম্যান্স পুরো মৌসুমটাই দেখিয়ে দিচ্ছে তাদের, ‘এরকমভাবে শেষ হবে সেটা আমরা ভাবিনি, কিন্তু আজকের এই পারফরম্যান্সটাই পুরো মৌসুমের গল্প বলে দিচ্ছে আমাদের। আমরা একেবারেই অধারাবাহিক, দুর্বল একটা দল যাদের মধ্যে ইচ্ছাশক্তির তীব্রতার অভাব ছিল। এজন্য আমাদের বিরুদ্ধে গোল দেওয়াটাও সহজ ছিল।’

    ‘মাদ্রিদের যা করা দরকার তারা সেটাই করেছে। লা লিগা মৌসুম শুরু হওয়ার পর থেকে তারা কোনো ম্যাচ হারেনি। এটার জন্য কৃতিত্ব ওদের প্রাপ্য। তবে আমরাও কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে ওদের কাজটা সহজ করে দিয়েছি।’

    মেসি তাই আয়নার সামনে নিজেদের দাঁড়াতে বললেন, ‘আমাদের অবশ্যই আত্মসমালোচনা করতে হবে। মাদ্রিদ সবগুলো ম্যাচ জিতেছে। কিন্তু আমরা বার্সেলোনা, আমাদের অবশ্যই নিজেদের ম্যাচ জেতা উচিত। আমাদের নিজেদের দিকে তাকানো উচিত, প্রতিপক্ষের দিকে নয়। এবং এই পারফরম্যান্সের পর আমাদের কথা বলার মতো অনেক কিছুই আছে।’

    সমর্থকদের ক্ষোভটাও মেসি বোঝেন, ‘সমর্থকদের ক্ষোভের কারণ আছে। সেটাই স্বাভাবিক। আমরা নিজেও ক্ষুব্ধ। রোমা আর লিভারপুলের সাথে চ্যাম্পিয়নস লিগে হারের পর এবার আমরা তাদের কিছুই দিতে পারি না। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক।’

    সামনে নাপোলির সাথে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। এই মৌসুমেই মেসি বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের মতো দল বার্সা নয়। সেই কথা থেকে এখন সরে আসেননি। বরং এমন খেললে নাপোলির কাছেও যে হারতে হবে, মনে করিয়ে দিলেন সেটিই, ‘আমাদের অনেক কিছুই বদলাতে হবে। নইলে আমরা নাপোলির কাছেও হারব। চ্যাম্পিয়নস লিগের আগে কদিন আমাদের মাথাটা পরিষ্কার করে নিতে হবে। এরপর আমাদের শুন্য থেকে সবকিছু শুরু করতে হবে।’

    মেসির ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জনটা বেশ জোরালো এখন। নতুন চুক্তিও করেননি। কাল অবশ্য এ নিয়ে কিছু বলেননি। তবে ‘শুন্য থেকে শুরু’ দিয়ে আভাস দিলেন, অনেক কিছু বদল না হলে নাও থাকতে পারেন।