• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ভিডিও : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মেসির যত গোল

    ভিডিও : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মেসির যত গোল    

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর দ্বিতীয় লিগে নাপোলির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বার্সেলোনাকে। নেপলসে গিয়ে ১-১ গোলে ড্র করে এসেছিল। এবার ঘরের মাঠে নাপোলির চ্যালেঞ্জ। লিগ শিরোপা রিয়াল মাদ্রিদের কাছে খোয়ানো সহ নানা নেতিবাচক কারণে মৌসুম জুড়েই খবরের শিরোনাম হয়েছে বার্সেলোনা। ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো ট্রফিবিহীন মৌসুম কাটানোর মুখে বার্সেলোনা।

    তবে চ্যাম্পিয়নস লিগে ভালো কিছু করতে পারলে চিত্রপট বদলে যাবে। তবে তার আগে শেষ ষোলয় নাপোলি বাধা টপকাতে হবে কাতালানদের। বরাবরের মতোই বার্সেলোনার পরিকল্পনা হবে মেসি কেন্দ্রিক, আশা-ভরসার জায়গাও ওই মেসিই। 

    চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় সবসময়ই আলো ছড়ান মেসি। টুর্নামেন্টের এই পর্বে সর্বোচ্চ ২৬ গোল রয়েছে তার। ২০১১-১২ মৌসুমে বায়ার লেভারকুজেনের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৫ গোল করেছিলেন মেসি। এখনও পর্যন্ত যেটি যৌথভাবে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। নাপোলির বিপক্ষে ন্যু ক্যাম্পে বার্সেলোনার সেই আগুনে মেসিকেই দরকার।