• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কেন এমন ভুল করলেন ভেবে পাচ্ছেন না ভারান (ভিডিও)

    কেন এমন ভুল করলেন ভেবে পাচ্ছেন না ভারান (ভিডিও)    

    একটা ভুল করলে তাও মানা যায়, একই ম্যাচে এমন দুইটি ভুল! বলা যায় রাফায়েল ভারানের ভুলের খেসারতই দিয়েছে কাল রিয়াল মাদ্রিদ, ম্যান সিটির দুইটি গোলের জন্যই দায় সরাসরি এই রিয়াল ডিফেন্ডারের। ২০০৭-৮ সালের চ্যাম্পিয়নস লিগের পর রিয়ালের আর কোনো ডিফেন্ডার এক ম্যাচে এমন দুইটি ভুল করেননি। ভারান ম্যাচ শেষে সব দায় নিয়েছেন নিজের কাঁধেই, কিন্তু এমন ভুল কেন করলেন সেটা ভেবে পাচ্ছেন না।

    অথচ লা লিগায় মাত্রই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছিলেন। রামোসের সঙ্গে মিলে রিয়ালের রক্ষণ রেখেছিলেন নিশ্চিদ্র। কাল প্রথমে ভারানের ভুল থেকে এগিয়ে দিলেন স্টার্লিং, পরে হেসুস। দুবারই অবশ্য ভুলের সুযোগটা আগে নিয়েছেন হেসুস।

    এমন একটা দুঃস্বপ্নের রাতের পর ভারান সব দায় নিয়েছেন নিজের কাঁধে, ‘এই পরাজয়টা আমার। এটা আমাকে মেনে নিতে হবে। আমি দলের ও সতীর্থদের জন্য দুঃখিত। দায়টা নিজের কাঁধেই নিচ্ছি আমি। আমরা প্রস্তুতি ভালোমতো নিয়েছিলাম। কিন্তু এই পর্যায়ে এরকম ভুল করলে সেটার মাশুল আপনাকে দিতে হবে। আমি জানি না কেন এমন হয়েছে। তবে ফুটবলে এরকম হয়। খুব কঠিন একটা রাত গেল আমার জন্য। ’

    ভারান ফিট ছিলেন কি না, এমন প্রশ্নও উঠেছে। সেরকম কিছু উড়িয়ে দিলেন এই ফ্রেঞ্চ ডিফেন্ডার, ‘আমি ম্যাচের সময় ভালোই বোধ করছিলাম। হয়তো শুরুতে বেশ সুযোগ নিতে গিয়েছিলাম, সেটারই মূল্য দিতে হয়েছে। তারপরও সতীর্থেরা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে ততে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভুল আপনি করতেই পারেন কিন্তু কিছু জায়গায় ভুল করলে সেটার মূল্য ও বেশি হয়।’

    ভারান বললন, হার নিয়ে খুব বেশি কথা হয়নি নিজেদের মধ্যে, ‘আমরা এ নিয়ে ড্রেসিংরুমে বেশি কথা বলিনি। সবাই জানে আমি দুঃখিত, ব্যাপারটা মেনে নিতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে ফেরার জন্য চাই মনোবল। আমি সেটা নিয়ে ভাবা শুরু করেছি। রাতটা অনেক কঠিন গেছে। আমরা হেরেছি, আমি ব্যর্থ হয়েছি, অবশ্যই আমি খুশি নই।’