• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'শৈশবের ভক্তকে' দিয়ে দলবদলের কেনাকাটা শুরু লিভারপুলের

    'শৈশবের ভক্তকে' দিয়ে দলবদলের কেনাকাটা শুরু লিভারপুলের    


    করোনাকালে এ বছরের দলবদলের বাজার অনেকটাই নিরুত্তাপ। এর মধ্যে অনেকটা চুপিসারেই মৌসুমের প্রথম কেনাকাটা সেরে ফেলল ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। গ্রিক ক্লাব অলিম্পিয়াকস থেকে দলে টেনেছে লেফটব্যাক কস্টাস সিমিকাসকে। সেজন্য লিভারপুলের খরচ হয়েছে ১১.৭ মিলিয়ন পাউন্ড।

    ২৪ বছর বয়সী সিমিকাস খুব হাইলি রেটেড কেউ ছিলেন না। তবে অলিম্পিয়াকসের হয়ে গত কয়েক মৌসুমে ধারাবাহিক পারফর্ম করে গেছেন। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের এই মৌসুমেও নজর কেড়েছেন গ্রিক ক্লাবটির হয়ে। লিভারপুলের চোখ এর মধ্যেই পড়েছিল তার ওপর। এবার লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের কাভার হিসেবে নিয়ে আসা হলো তাকে।

    সিমিকাস জানিয়েছেন, ভাইয়ের দেখাদেখি ছোটবেলা থেকে লিভারপুলকে সমর্থন করে আসছেন তিনি।সব মিলে গ্রিক ক্লাবটির হয়ে ৮৭ ম্যাচ খেলেছেন সিমিকাস। জিতেছেন ঘরোয়া শিরোপাও। সিমিকাসের পাশাপাশি নরউইচের লেফট ব্যাক জামাল লুইসের দিকেও চোখ ছিল লিভারপুলের। শেষ পর্যন্ত জামালকে দেওয়া প্রস্তাব নরউইচ ফিরিয়ে দেওয়ার পর সিমিকাসকে পাঁচ বছরের চুক্তিতে সঙ্গে সঙ্গেই দলে নিয়েছে তারা।