• লা লিগা
  • " />

     

    বার্সেলোনার কোচ হচ্ছেন কোম্যানই?

    বার্সেলোনার কোচ হচ্ছেন কোম্যানই?    


     

    বায়ার্ন-দুঃস্বপ্নের পর বার্সেলোনায় বড় একটা পরিবর্তন আসন্নই। কিকে সেতিয়েন চলে যাচ্ছেন, এর মধ্যেই সেটা নিশ্চিত করেছেন বার্সেলোনা সভাপতি। তার জায়গায় মাউরিসিও পচেত্তিনো, জাভি বা রোনাল্ড ক্যোম্যানের নামই শোনা যাচ্ছিল। স্কাই স্পোর্টসের ডি মারজিও আর গার্ডিয়ানের ফাব্রিজিও রোমানো বলেছেন, কোম্যানই হচ্ছেন বার্সেলোনার নতুন কোচ। 

    পচেত্তিনোকে অবশ্য পরবর্তী বার্সা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছিল। সাবেক টটেনহাম কোচ আগ্রহী ছিলেন বলেও শোনা গিয়েছিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, পচেত্তিনোর ব্যাপারে আপত্তি ছিল মেসি, পিকেসহ সিনিয়র খেলোয়াড়দের। কোম্যানই তাই হতে যাচ্ছেন নতুন কোচ। জাভিকে আগে কোচ হওয়ার প্রস্তাব দিলেও তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন বলেই জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। 

    খেলোয়াড় হিসেবে বার্সেলোনার ড্রিম টিমের অন্যতম গুরুত্বপূর্ন সদস্য ছিলেন কোম্যান। বার্সার হয়ে প্রথম ইউরোপিয়ান কাপ জয়ে ছিলেন অন্যতম কুশীলব। ডিফেন্ডার হলেও সেট পিস থেকে গোল করতেন নিয়মিতই। খেলা ছাড়ার পর কোম্যান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করে নিজ দেশ নেদারল্যান্ডসে। এরপর ভ্যালেন্সিয়া, সাউদাম্পটন, এভারটনের পর ২০১৮ সালে দায়িত্ব নিয়েছিলেন ডাচ জাতীয় দলের। এবার সেই পদটা ছেড়ে যোগ দিতে যাচ্ছেন পুরনো ক্লাবে।