• " />

     

    জন্মদিনের পার্টি করে করোনা-পজিটিভ বোল্ট, অতিথি ছিলেন স্টার্লিংও

    জন্মদিনের পার্টি করে করোনা-পজিটিভ বোল্ট, অতিথি ছিলেন স্টার্লিংও    

    প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল উসাইন বোল্ট করোনা-পজিটিভ হয়েছেন। পরে বোল্ট বললেন, সেটি সত্য নয়।  আপাতত নিজের বাসায় আইসোলেশনে আছেন তিনি, পরীক্ষাও করতে দিয়েছেন।  শেষ পর্যন্ত জানা গেল, পজিটিভই এসেছে রিপোর্ট। যে জন্মদিনের পার্টি থেকে করোনা-সম্ভাবনা আছে, সেখানে ছিলেন ম্যান সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংও। 

    গত ২১ আগস্ট ছিল উসাইন বোল্টের জন্মদিন। সেই উপলক্ষেই জ্যামাইকায় একটা পার্টি আয়োজন করেছিলেন। করোনা-কালীন সময়ে যদিও অনুষ্ঠান আয়োজনে বাধা আছে, তবে বোল্টের সেই পার্টিতে ছিলেন অনেকেই। মাস্ক ছাড়াই সেখানে সবাই যোগ দিয়েছিলেন। স্টার্লিংও মৌসুম শেষে ছুটি কাটাতে গিয়েছিলেন নিজের পিতৃভূমিতে, পার্টিতে ছিলেন তিনিও। সেখান থেকেই শংকা হয়, বোল্ট করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। পরে সেটি নিশ্চিত করেছে জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    স্টার্লিংয়ের ছুটি কাটিয়ে নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সামনের মাসে।