• ইউয়েফা নেশনস লিগ
  • " />

     

    করোনায় আক্রান্ত পগবা নেই ফ্রান্সের নেশনস লিগের স্কোয়াডে

    করোনায় আক্রান্ত পগবা নেই ফ্রান্সের নেশনস লিগের স্কোয়াডে    

    করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা এবং টঙ্গি এনদম্বেলে। ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম খবরটি নিশ্চিত করেছেন। 

    আগামী মাসের শুরুতে নেশনস লিগে সুইডেন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলার কথা ফ্রান্সের। সেজন্য স্কোয়াড ঘোষণার সময়েই পগবা এবং এনদম্বেলের করোনা পজিটিভ হওয়ার খবর জানান তিনি। এনদম্বেলেকে স্কোয়াডে না থাকলেও পগবাকে নিয়েই স্কোয়াড তৈরি করেছিলেন দেশম। তবে পগবার করোনা শনাক্ত হওয়ার পর তার বদলে রেনের ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে স্কোয়াডে সুযোগ দিয়েছেন তিনি।


    পগবা এবং এনদম্বেলে দুজনই এখন ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন, আর এর ফলে দুজনই যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহামের প্রাক-মৌসুম পুরোপুরিভাবে মিস করবেন।

    ৫ সেপ্টেম্বর সুইডেন এবং ৮ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগে দুটি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী ফ্রান্স।

    নেশনস লিগের জন্য ফ্রান্সের স্কোয়াড

    গোলরক্ষক

    হুগো লরিস, মাইক মাইনান, স্টিভ মানদানদা

    ডিফেন্ডার

    লুকাস হার্নান্দেজ, লিও দুবয়ঁ, প্রেসনেল কিমপেম্বে, ক্লেমেন্ত লংলে, দায়ত উপামেকানো, রাফায়েল ভারান, লুকাস দিনে, ফারলান মেন্ডি

    মিডফিল্ডার

    মুসা সিসোকো, হুসেম আওয়ার, স্টিভেন এনজনজি, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন রাবিয়ত, এনগোলো কান্তে

    ফরোয়ার্ড

    অলিভিয়ের জিরু, উইসাম বেন ইয়েদার, কিলিয়ান এমবাপে, আতোঁয়ান গ্রিজমান, অ্যান্থনি মার্শিয়াল, জোনাথান ইকোনে