• লা লিগা
  • " />

     

    ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি

    ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা ফুটবলার মেসি    

    ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ২০২০ সালের হিসেবে এক নম্বরে রয়েছে বার্সেলোনার লিওনেল মেসি। বার্ষিক ১২.৬ কোটি ইউএস ডলার আয় তার। দুই নম্বরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আয় ১১.৭ কোটি ইউএস ডলার। এই দুইজনের পরেই রয়েছেন নেইমার। আর চার নম্বরে নেইমারের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে।

    ২০১৯ সালের প্রতিবেদনেও সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় প্রথম তিনজন ছিল একই স্থানে। তবে এমবাপে এক লাফে উঠেছেন তিন ধাপ। ২১ বছর বয়সীর বার্ষিক আয় এখন ৪.২ কোটি ডলার।

    সেরা দশে লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে আছেন তিনজন করে। বুন্দেসলিগা ও সিরি আর একজন এবং লিগ আঁ থেকে আছেন দুইজন। 

    ফোর্বসের বাৎসরিক সর্বোচ্চ আয় করা ১০ ফুটবলার (ইউএস ডলারে)

    ১. লিওনেল মেসি ১২.৬ কোটি ডলার
    ২. ক্রিশ্চিয়ানো রোনালদো ১১.৭ কোটি ডলার
    ৩. নেইমার ৯.৬ কোটি ডলার
    ৪. কিলিয়ান এমবাপে ৪.২ কোটি ডলার
    ৫. মোহামেদ সালাহ ৩.৭ কোটি ডলার
    ৬. পল পগবা ৩.৪ কোটি ডলার
    ৭. আন্টোয়ান গ্রিযমান ৩.৩ কোটি ডলার
    ৮. গ্যারেথ বেল ৩.২ কোটি ডলার
    ৯. রবার্ট লেভানডফস্কি ২.৮ কোটি ডলার 
    ১০. ডেভিড ডি গিয়া ২.৭ কোটি ডলার