• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুলে যোগ দিয়েছেন থিয়াগো

    লিভারপুলে যোগ দিয়েছেন থিয়াগো    

    অবশেষে লিভারপুলে যোগ দিয়েছেন থিয়াগো আলকান্তারা। চার বছরের চুক্তিতে অ্যালিয়াঞ্জ অ্যারেনা থেকে অ্যানফিল্ডে এসেছেন তিনি। লিভারপুলে ‘৬’ নম্বর জার্সি পরে খেলবেন থিয়াগো।

    বায়ার্নের ৩০ মিলিয়ন ইউরোর দাবী মেনেই শেষ পর্যন্ত থিয়াগোকে দলে টেনেছে লিভারপুল। ব্রিটিশ ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের ডেভিড ওর্নস্টেইন বৃহস্পতিবারই খবরটি নিশ্চিত করেছিলেন। সোমবার থেকে বায়ার্নের সঙ্গে থিয়াগোকে নিয়ে আলোচনা এগিয়েছে দুই ক্লাবের মাঝে।


    গত মৌসুম শেষের আগে থেকেই থিয়াগোর বায়ার্ন ছাড়ার গুঞ্জন শুরু হয়। মে-তে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করলেও দ্রুতই মত পাল্টে থিয়াগো 'নতুন চ্যালেঞ্জে'র জন্য ক্লাব ছাড়ার ইচ্ছের কথা বায়ার্নকে জানান। আর তার লিভারপুলে আসার বিষয়টি নিয়ে তখন থেকেই জল্পনা-কল্পনা চলছিল। তবে ইউরোপের অন্যতম সেরা সৃষ্টিশীল এই মিডফিল্ডারের জন্য লিভারপুল শুরুতে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে অনীহা জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৩০ মিলিয়ন ইউরো ব্যয়েই তাকে অ্যানফিল্ডে নিয়ে এসেছে যাচ্ছে অলরেডরা। থিয়াগোর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত।

    সাত বছর আগে আরেক ইউরোপিয়ান জায়ান্ট বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে গিয়েছিলেন থিয়াগো। বায়ার্নের হয়ে সাত মৌসুমে ২৩৫ ম্যাচ খেলেছেন তিনি। সৃজনশীল মিডফিল্ডার হিসেবে বায়ার্নের মধ্যমাঠ দাপিয়ে বেড়িয়েছেন এই সাত মৌসুম। লিভারপুলের মিডফিল্ডার জর্জিনিও ওয়াইনাল্ডামের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন উঠেছে। আর থিয়াগো দলে আসায় ওয়াইনাল্ডাম চলে গেলেও এখন আর খুব সমস্যা হওয়ার কথা নয় লিভারপুলের। সর্বোচ্চ পর্যায়ে তার দীর্ঘ সময়ে খেলার অভিজ্ঞতা দিয়ে মধ্যমাঠে লিভারপুলকে স্থিতিশীলতা এনে দেবেন থিয়াগো।

    দলবদলের সর্বশেষ খবর জানতে এই থ্রেডে চোখ রাখুন