করোনামুক্ত হয়ে ফ্রান্সের নেশনস লিগের দলে ফিরেছেন পগবা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে নেশনস লিগের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন পল পগবা। তবে সেরে উঠেই অক্টোবরে নেশনস লিগের স্কোয়াডে ফিরে এসেছেন তিনি। এছাড়া আর্সেনাল টার্গেট লিওঁর মিডফিল্ডার হুসেম আওয়ার-ও করোনামুক্ত হয়ে দলে ফিরেছেন। এছাড়া রেনের উঠতি তারকা এদুয়ার্দো কামাভিঙ্গাও দলে নিজের জায়গা ধরে রেখেছেন।
ইউক্রেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের দুটি ম্যাচের জন্য বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম।
৮ অক্টোবর ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে ফ্রান্স। এরপর নেশনস লিগে ১২ অক্টোবর পর্তুগাল এবং ১৫ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।
ফ্রান্সের ২৪-সদস্যের স্কোয়াড
গোলরক্ষক
হুগো লরিস, মাইক মাইনান, স্টিভ মানদান্দা
ডিফেন্ডার
লুকাস দিনে, লিও দুবয়ঁ, লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ক্লেম লংলে, বেঞ্জামিন পাভার, দায়ত উপামেকানো, রাফায়েল ভারান
মিডফিল্ডার
এদুয়ার্দো কামাভিঙ্গা, এন’গোলো কান্তে, স্টিভেন এনজোনজি, পল পগবা, আদ্রিয়েন রাবিয়ত, করেন্তিন তোলিসো, হুসেম আওয়ার
ফরোয়ার্ড
উইসাম বেন ইয়েদার, কিংসলে কোমান, অলিভিয়ের জিরু, আতোঁয়ান গ্রিজমান, অ্যান্থনি মার্শিয়াল, কিলিয়ান এমবাপে