• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    উইন্ডিজ নারী দলের কোচের দায়িত্ব নিলেন ওয়ালশ

    উইন্ডিজ নারী দলের কোচের দায়িত্ব নিলেন ওয়ালশ    

    ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের কোচ হয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ২০২২ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের দায়িত্ব থাকবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।


    ওয়েস্ট কিংবদন্তি পেসার ওয়ালশ ২১০৬ সালে আগস্ট থেকে গত বছর পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন। তারও আগে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক হিসেবেও কাজ করছেন তিনি। আর সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কাজ করেছেন এই কিংবদন্তি।

    নতুন এই দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বসিত টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫১৯ উইকেটের মালিক ওয়ালশ, “আমি সবসময়ই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটএর উন্নতির জন্য কাজ করতে চেয়েছি, যেভাবে পেরেছি অবদান রাখার চেষ্টা করেছি। আমরা একটি উইনিং কালচার গড়ে তুলতে চাই, সেজন্য আমার অভিজ্ঞতা, ক্রিকেট জ্ঞান এবং অন্যান্য বিষয়গুলো দলের কাজে লাগতে পারে।”