মালির পর স্পেনও ট্রায়োরেকে রেখে নেশনস লিগের স্কোয়াড ঘোষণা করল
অক্টোবরে পর্তুগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং নেশনস লিগের দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। তবে তাদের এই স্কোয়াড ঘোষণার পরই রীতিমত মুখোমুখি অবস্থানে দাড়িয়ে গেছে স্পেন এবং মালি ফুটবল ফেডারেশন। স্প্যানিশ উইঙ্গার আদামা ট্রায়োরেকে তিন দিন আগে নিজেদের দলে ডেকেছিল মালি। তবে স্পেনও তাদের স্কোয়াডে উলভসের এই উইঙ্গারকে রেখেছে।
গত ১৮ মাস ধরে ট্রায়োরেকে নিয়ে দুই বোর্ডের মাঝে দ্বন্দ্ব চলছে। মালির বংশোদ্ভূত ট্রায়োরে স্পেনের হয়ে বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন, তবে এখনো সিনিয়র দলের হয়ে অভিষেক হয়নি তার। আর তাই এখনো দুই দলের যেকোনোটিকে বেছে নেওয়ার সুযোগ থাকছে তার সামনে। তবে তিনি এখনো কোন দেশের হয়ে খেলতে চান সেটি আনুষ্ঠানিকভাবে জানাননি।
গত মাসেও স্পেনের নেশনস লিগের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে করোনায় আক্রান্ত হওয়ায় আর খেলা হয়নি তার। এদিকে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগার স্ট্যামফোর্ড ব্রিজে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেলেও স্পেন দলে তাকে রেখেছেন লুইস এনরিকে। রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে খেলা মিডফিল্ডার দানি সেবায়োসও দলে ডাক পেয়েছেন।
৮ অক্টোবর পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। আর নেশনস লিগে ১১ এবং ১৪ অক্টোবর যথাক্রমে সুইজারল্যান্ড এবং ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে এনরিকের দল।
২৫-সদস্যের স্পেন স্কোয়াড
গোলরক্ষক
ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, উনাই সাইমন
ডিফেন্ডার
জেসুস নাভাস, দানি কারবাহাল, সার্জিও রেগিলন, সার্জিও রামোস, প তোরেস, এরিক গার্সিয়া, ডিয়েগো ইয়োরেন্তে, হোসে গয়া
মিডফিল্ডার
সার্জিও বুস্কেটস, রদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি সেবায়োস, সার্জিও ক্যানালেস, হোসে কাম্পানা
ফরোয়ার্ড
রদ্রিগো, মিকেল ওয়ারজাবাল, আনসু ফাতি, জেরার্ড মোরেনো, দানি ওলমো, ফেরান তোরেস, আদামা ট্রায়োরে