অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে যাচ্ছেন হ্যাজার্ড?
আলাভেসের বিপক্ষে ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট জানিয়েছে, ডান পায়ের মাসলেই চোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন।
রিয়াল মাদ্রিদে শুরু থেকেই চোটের সাথে সংগ্রাম চলছে হ্যাজার্ডের। এই মৌসুমে চোট কাটিয়ে ফিরেছিলেন। প্রথমে করোনা ভাইরাসের জন্য এক দফা বাইরে গেলেন। এবার আবারও পড়লেন পুরনো হ্যামস্ট্রিংয়ের চোটে। রিয়াল অবশ্য জানায়নি, ঠিক কতদিনের জন্য ছিটকে গেছেন। তবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন সপ্তাহের জন্য চলে যাচ্ছেন বাইরে। যার মানে মিস করতে পারেন মাদ্রিদ ডার্বি। তার আগে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দুইটি ম্যাচ ও সেভিয়ার বিপক্ষেও থাকতে হবে মাঠের বাইরে।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য