রিশাদের ৫, খালেদের ৩, ব্র্যাথওয়েটের ৮৫
ওয়েস্ট ইন্ডিজ একাদশ ১ম ইনিংস ২৫৭ অল-আউট (ব্র্যাথওয়েট ৮৫, ক্যাম্পবেল ৪৪, মেয়ার্স ৪০, জোসেফ ২৫, রিশাদ ৫/৭৫, খালেদ ৩/৪৬, দিপু ১/২৯, সাইফ ১/২৬)
বিসিবি একাদশ ১ম ইনিংস ২৪/০* (সাইফ ১৫*, সাদমান ৩*)
বিসিবি একাদশ ২৩৩ রানে পিছিয়ে
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন রিশাদ হোসেনের লেগস্পিন ও খালেদ আহমেদের পেসের তোপে ওয়েস্ট ইন্ডিজ একাদশকে প্রথম ইনিংসে ২৫৭ রানে অল-আউট করে দিয়েছে বিসিবি একাদশ। রিশাদ নিয়েছেন ৫ উইকেট, খালেদ ৩টি। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেছেন ৮৫। আরেক ওপেনার জন ক্যাম্পবেল ও আটে নামা কাইল মেয়ার্স খেলেছেন দুটি চল্লিশ-পেরুনো ইনিংস। দিনশেষে অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে ৮ ওভারে ২৪ রান তুলেছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম।
চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়েছিল উইন্ডিজ। ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের ওপেনিং জুটিতেই উঠেছিল ৬৭ রান, ২০তম ওভারে গিয়ে প্রথম ব্রেকথ্রু আসে তৃতীয় ওভার করতে আসা শাহাদত হোসেন দিপুর বলে লং-অনে ক্যাম্পবেল ক্যাচ তুললে। ৭৩ বলে ৪৪ রানের ইনিংসে ক্যাম্পবেল মেরেছেন ১টি ছয়ের সঙ্গে ৭টি চার।
শেইন মোসলির সঙ্গে এরপর আরও ৪৩ রানের জুটি ছিল ব্র্যাথওয়েটের, এরপরই নামে ধস। ২১ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট-- রিশাদের বলে মোসলি হন বোল্ড, জেরমাইন ব্ল্যাকউড দেন ক্যাচ, খালেদের বলে কট-বিহাইন্ড হয়েছেন এনক্রুমাহ বোনার, ক্যাচ তুলেছেন কাভেম হজ।
ব্র্যাথওয়েটকে এরপর কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন জশুয়া ডা সিলভা, সে জুটি ভাঙেন সাইফ হাসান। মেয়ার্স এরপর খেলেছেন ৩৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস, মেরেছেন ৮টি চার। এতক্ষণ টিকে থাকা ব্র্যাথওয়েট ৯ম ব্যাটসম্যান হিসেবে এলবিডব্লিউ হয়েছেন খালেদের বলে। ২৭৪ মিনিট উইকেট ছিলেন উইন্ডিজ অধিনায়ক, ১৮৭ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার। “ভাল একটা ইনিংস ছিল, ক্রিজে যে সময় কাটিয়েছি তাতে আমি খুশি। আমাকে আরও খাটতে হবে। বলবো না যে কন্ডিশন কঠিন ছিল, তবে তারা ভাল বোলিং করেছে। অবশ্যই উইকেট ধীরগতির ছিল, সঙ্গে নিচু বাউন্সের। অনেক্ষণ ধরে বল দেখতে হচ্ছিল আসলে। তবে এটা হওয়ারই ছিল”, দিনশেষে বলেছেন ব্র্যাথওয়েট।
ব্র্যাথওয়েটের আগে-পরে মেয়ার্সকে বোল্ড ও দুই পেসার আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েলকে ক্যাচ বানিয়ে ইনিংস শেষ করেছেন রিশাদ। শেষ পর্যন্ত এই লেগস্পিনারের ফিগার ছিল এমন-- ২৩.১-৩-৭৫-৫। ১৪ জনের বিসিবি স্কোয়াডে একমাত্র স্বীকৃত স্পিনার তিনিই। খালেদ ৩ উইকেট নিতে খরচ করেছেন ৪৬ রান, করেছেন ২১ ওভার বোলিং।
খালেদ ছাড়া অন্য দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও শাহিন আলম ২২ ওভার বোলিং করে ছিলেন উইকেটশূন্য। দুই পার্টটাইমার দিপু ও সাইফ মিলে করেছেন ১৩ ওভার। শেষবেলায় জোসেফ ও গ্যাব্রিয়েলের সঙ্গে ১ ওভার করেছেন রাহকিম কর্নওয়াল। তবে সাইফ-সাদমানের জুটি আছে অক্ষত।