• ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    মিরপুর টেস্টে থাকছেন না সাকিব

    মিরপুর টেস্টে থাকছেন না সাকিব    

    উরুর চোটে চট্টগ্রামে প্রথম ইনিংসের পর বল করতে পারেননি। ব্যাটও করতে পারেননি দলের দ্বিতীয় ইনিংসে। এবার জানা গেল মিরপুর টেস্টেও থাকবেন না সাকিব আল হাসান। বিসিবি এক আনুষ্ঠানিক বার্তায় নিশ্চিত করেছে এটি। 

    ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে কয়েক ওভার বল করার পরেই সাকিব চোটে পড়েছিলেন। শেষ দিনে সাইডবেঞ্চে ছিলেন, বাংলাদেশের হেরে যাওয়ার সময়ে তাকে বিমরষ মুখে বসে থাকতে দেখা গেছে মাঠের পাশে। কখনো অবশ্য মুমিনুলকে কিছু পরামর্শও দিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত লাভ হয়নি তাতে। সাকিব উরুর এই চোট পেয়েছিলেন ওয়ানডে সিরিজে। তখন বলেছিলেন, চোট ভালো ঠেকছে না তার। যদিও ফিট হয়ে নেমেছিলেন টেস্টে। এবার আরেক দফা ছিটকে গেলেন। আজ দলের সঙ্গে হোটেলেও ওঠেননি সাকিব। বায়ো বাবলের বাইরে থেকেই চিকিৎসা চালিয়ে যাবেব সাকিব। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এটিই ছিল প্রথম টেস্ট। 

    সাকিব কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটি আপাতত জানা যাচ্ছে না। বিসিবি তার জায়গায় এখনও কোনো বদলির নাম জানায়নি। সামনের মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও চোটের জন্য ছিলেন না সাকিব।