• ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

    মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান    

    সাকিব আল হাসান ছিটকে গিয়েছিলেন আগেই। এবার মিরপুর টেস্টের আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। সাদমান ইসলামও ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে। তার জায়গায় এখনো কোনো বিকল্পের নাম ঘোষণা করেনি বিসিবি। 

    চট্টগ্রামে প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন সাদমান। দ্বিতীয় ইনিংসে অবশ্য আউট হয়ে গেছেন শুরুতেই। তবে চোট পেয়েছেন চতুর্থ দিন ফিল্ডিং করতে গিয়ে। হিপের চোট পেয়েছিলেন, যদিও সেটা গুরুতর নয়। তবে চিকিৎসকের পরামর্শে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

    স্কোয়াডে সাদমান ছাড়াও ব্যাক আপ ওপেনার হিসেবে আছেন সাইফ হাসান।