• অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    নিশ্চিত হল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ফিক্সচার

    নিশ্চিত হল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ফিক্সচার    

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া দল আগস্টে আসছে বাংলাদেশে। সম্প্রতি ও.ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এখন ওয়ানডে সিরিজ খেলছে দুইদল। সিরিজ শেষ হবার পর বার্বাডোজ থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে অস্ট্রেলিয়া দল। অন্যদিকে বাংলাদেশও আসবে জিম্বাবুয়ে থেকে। কোভিড-১৯ শঙ্কার মধ্যেই অনেকটা তড়িঘড়ি করেই আয়োজিত হচ্ছে এই টি-টোয়েন্টি সিরিজ। সাতদিনের ব্যবধানেই খেলা হবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

    অস্ট্রেলিয়া-বাংলাদেশ এর আগে কখনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়নি। চার টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে এই দুই দল, প্রতিবারই জিতেছে অজিরা। 


    নির্ধারিত ফিক্সচার 

    ১ম টি-টোয়েন্টি: আগস্ট ৩ 

    ২য় টি-টোয়েন্টি: আগস্ট ৪

    ৩য় টি-টোয়েন্টি: আগস্ট ৬  

    ৪র্থ টি-টোয়েন্টি: আগস্ট ৭ 

    ৫ম টি-টোয়েন্টি: আগস্ট ৯ 

    (ম্যাচ শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি)