আইপিলের আগে নারাইনের সবুজ সংকেত
হতে পারতেন সম্প্রতি বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান দলের একজন। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও বোলিং অ্যাকশন পুরোপুরি ঠিক না হওয়ায় খেলা হয় নি সুনীল নারাইনের। ক্যারিবিয়ানদের ‘চ্যাম্পিয়ান, চ্যাম্পিয়ান’ সুরের উৎসবটা দেখতে হয়েছে সুদূর ত্রিনিদাদে বসেই। বিশ্বকাপের ফাঁকেই অবশ্য একবার ভারতের চেন্নাইয়ে এসেছিলেন তিনি; বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে। সেই পরীক্ষার রেজাল্ট দিল আজ; পরীক্ষায় পাস! এখন থেকে যেকোন আন্তর্জাতিক ক্রিকেটেই বল করতে পারবেন ২৭ বছর বয়সী এই অফস্পিনার।
এই উইন্ডিজ বোলারের অ্যাকশনের বৈধতা সম্পর্কে আইসিসি বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ”পরীক্ষায় দেখা যায়, তার সব ধরনের ডেলিভারির সময় কনুই আইসিসি’র নিয়মানুযায়ী ১৫ ডিগ্রির বৈধ সীমার মধ্যেই থাকছে। তবে ভবিষ্যতে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে কোন সন্দেহ হলে মাঠের আম্পায়াররা সে ব্যাপারে আপত্তি জানাতে পারবে।” এর আগে গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কা সফরে প্রশ্নবিদ্ধ হয়েছিল নারাইনের বোলিং অ্যাকশন। তাছাড়া ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-২০ টুর্নামেন্টেও একই সমস্যায় পড়েছিলেন।
আইসিসি’র কাছ থেকে নিজের বোলিং নিয়ে সুখবর পেলেও সেটা আর উদযাপন করা হচ্ছে না সুনীল নারাইনের। ক’দিন আগেই বাবাকে হারিয়েছেন তিনি। আইপিএল খেলতে ভারত এসে পিতৃবিয়োগের দুঃসংবাদ শুনে ত্রিনিদাদে ফেরত গেছেন তিনি। আর তাই কলকাতা নাইটরাইডার্স সম্ভবত আইপিএল’র শুরু থেকেই পাচ্ছে না দলের অন্যতম সেরা বোলারটিকে। এ ব্যাপারে নাইটদের নতুন কোচ জ্যাক ক্যালিস জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত সে পরিবারের একজন সদস্য হারিয়েছে। তাঁর বাবা মারা গেছেন। তাই সে দেশে ফেরত গেছে। আমরা তাঁকে ফেরত আসার জন্য কোন চাপ দিচ্ছি না। নারাইন যখন মনে করবে যে সে ক্রিকেট খেলতে প্রস্তুত তখনই আমাদের সাথে যোগ দিবে।”
গত বছর বোলিং করা থেকে নিষিদ্ধ হওয়ার সময়ও টি-টোয়েন্টি বোলিংয়ের এক নম্বর বোলার ছিলেন সুনীল নারাইন। এ পর্যন্ত ৩৪টি টি-২০ ম্যাচ খেলা নারাইনের উইকেট সংখ্যা ৪০। অন্যদিকে ছয় টেস্ট খেলে ২১ উইকেট ও ৫৫ ওয়ানডেতে ৭৭টি উইকেট পেয়েছেন এই ক্যারিবিয়ান অফস্পিনার।