আসছে ফ্যান্টাসির নতুন প্লাটফর্ম 'আমার ইলেভেন'
ফ্যান্টাসি নামের ধারণাটি বাংলাদেশে খানিকটা নতুন হলেও বৈশ্বিক খেলাধূলার জগতে এর মধ্যেই এটি খুবই জনপ্রিয় একটি ধারণা। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে অন্তত লাখখানেক ক্রীড়ানুরাগী প্রতি মাসে কোনো না কোনো ফ্যান্টাসি প্লাটফর্মে দল সাজাচ্ছেন। আর সময়ের দাবি মেটাতে তেমন একটি ফ্যান্টাসি প্লাটফর্মই আসছে বাংলাদেশে। ‘আমার ইলেভেন’ (Amar11) নামের এই ফ্যান্টাসি প্লাটফর্মে আপনি নিজের মতো একাদশ সাজাতে পারবেন ম্যাচের আগে। সেই একাদশের ম্যাচে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আপনি পাবেন পয়েন্ট। এই পয়েন্টের ওপর ভিত্তি করেই আপনি জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার।
আমার ইলেভেনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘মাথা খাটিয়ে খেলুন’ এবং জিতে নিন পুরস্কার’। জ্ঞান ও দক্ষতার প্রয়োগে খেলাধূলার অনুরাগীরা এর মধ্যেই এই প্লাটফর্মে নিজেদের দল সাজাতে শুরু করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেটের মাধ্যমেই যাত্রা শুরু হচ্ছে এই মাধ্যমের। তবে আমার ইলেভেনের লক্ষ্য, ক্রিকেটের পর ফুটবল এবং বাংলাদেশের প্রচলিত অন্যান্য সব খেলাকেও এই প্লাটফর্মে নিয়ে আসা।
তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান পেডলক্লাউডের উদ্যোগে ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রীড়া বিষয়ক পোর্টাল প্যাভিলিয়নের ব্যবস্থাপনায় আমার ইলেভেন হতে যাচ্ছে বাংলাদেশের ফ্যান্টাসিপ্রেমীদের এক মিলনমেলা।