• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
  • " />

     

    ভারতের টি-টোয়েন্টি দলে এলেন শার্দুল, রিজার্ভে গেলেন অক্ষর

    ভারতের টি-টোয়েন্টি দলে এলেন শার্দুল, রিজার্ভে গেলেন অক্ষর    

    ভারতের টি-টোয়েন্টি দলে এলেন শার্দুল ঠাকুর। রিজার্ভ থেকে মূল ১৫ জনের দলে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। আর তাকে জায়গা করে দিতে রিজার্ভে চলে গেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। 

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ১৫ জনের সঙ্গে রিজার্ভ হিসেবে ছিলেন শার্দুল, শ্রেয়াস আইয়ার ও দীপক চাহার। তবে ইনজুরির কারণে নয়, মূলত টেকনিক্যাল কারণেই শার্দুল ঢুকে গেছেন অক্ষরের জায়গায়। অক্ষর মূলত স্পিনিং অলরাউন্ডার, আর শার্দুল পেস বোলিং অলরাউন্ডার। শার্দুলের সঙ্গে হার্দিক পান্ডিয়া আছেন পেস অলরাউন্ডার হিসেবে, কিন্তু পান্ডিয়ার বোলিং নিয়ে আছে প্রশ্ন। সেজন্য শেষ মুহূর্তে দলে ঢুকে গেছেন শার্দুল। আর অক্ষর বাদ গেলেও স্পিনে এখনো অপশন হিসেবে আছেন জাদেজা, অশ্বিন, রাহুল চাহার, বরুন চক্রবর্তীরা। 

    এবারের আইপিএলে চেন্নাইকে ফাইনালে নিতে বড় ভূমিকা আছে শার্দুলের। ১৮ উইকেট নিয়েছেন, যা দলের মধ্যে সর্বোচ্চ। আর ব্যাট হাতে ইংল্যান্ডের টেস্টেই নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন, যদিও এবারের আইপিএলে তেমন কিছু করতে পারেননি।