'ফিজ'-এর এমন অভিষেকেও প্রশ্ন!
ম্যাচ শুরুর আগে থেকেই সোশ্যাল নেটওয়ার্কগুলোর আলোচনায় তিনি। ক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে 'ফিজ'কে নিয়ে একের পর এক আশাবাদ, শুভকামনা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া তাঁর দল সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আলাদা করে শুধু উল্লেখ করলেন তাঁর নামটাই। টুইটারেও ম্যাচের হ্যাশট্যাগ পোস্টগুলোর অনেকটা জুড়ে বাংলাদেশের বিস্ময়। 'মুস্তাফিজ ম্যানিয়া' ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কতোটা বুঁদ করে ফেলেছে তা কি আর বলার অপেক্ষা রাখে? না তিনি হতাশ করেন নি। পরপর দু’ বলে ফিরিয়ে দিলেন ডি ভিলিয়ার্স আর শেন ওয়াটসনকে- সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটে ভয়ংকরতম দুই ব্যাটসম্যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকটা যে দারুণ হল মুস্তাফিজের তা আর বলার অপেক্ষা রাখে না। দলের হয়ে দিনের সবচেয়ে সফল বোলারও তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে নিলেন ২ উইকেট। কিন্তু এতে তাঁর দল সানরাইজার্স হায়দ্রাবাদ কতোটুকু লাভবান হল? ডেভিড ওয়ার্নার যে বড্ড দেরি করে ফেললেন মুস্তাফিজকে ব্যবহার করতে।
ইনিংসের তৃতীয় ওভারে মুস্তাফিজের হাতে প্রথমবারের মতো বল তুলে দেয়া হয়। শুরুর তিন বলে লাইন-লেন্থ খুঁজে পেতে খানিক বেগ পেলেও শেষ তিনটে বল বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকেও নাচিয়ে ছাড়লেন। ওই ওভারে চার রান দিয়ে পাওয়ার প্লে’র শেষ ওভারে ফিরে দিলেন মাত্র ছয় রান।
অথচ এমন সপ্রতিভ দুটো ওভারের পরও মুস্তাফিজকে পরের এগারো ওভার আর বল হাতে দেখা গেলো না। অধিনায়ক ওয়ার্নার তাঁকে রেখে দিলেন স্লগ ওভারের জন্য, কিন্তু ওদিকে ভিলিয়ার্স-কোহলিরা ১৭ ওভারে রান তুলে ফেলেছেন ১৮৩।
নিজের তৃতীয় ওভার থেকে মাত্র ৩ রান দিলেন মুস্তাফিজ, বিনিময়ে পরপর দু'বলে তুলে নিলেন ২ উইকেট। আরো একবার আশা জাগিয়ে অধরা হ্যাটট্রিকটা পেলেন না সাতক্ষীরার তরুণ! শেষ ওভারে অবশ্য সরফরাজ খান তুলে নিলেন ১৩ রান। কিন্তু নেহরা-ভুবনেশ্বরসহ বাকিদের ব্যর্থতায় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সংগ্রহ পাহাড়ে চড়ে গিয়েছিল ঢের আগেই, কুড়ি ওভার শেষে যেটা হয়ে গেলো ২২৭।