নেট সেশন: নির্ভার বাংলাদেশের সামনে পিএনজির শেষ বাধা
বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
টি-টোয়েন্টি বিশ্বকাপ, গ্রুপ বি
আল আমেরাত স্টেডিয়াম, মাস্কাট, ওমান
বাংলাদেশ সময় বিকেল ৪টা
দুই দিন আগেও বাংলাদেশ ছিল কোণঠাসা। ইনফর্ম ওমানের সামনে সেই স্নায়ুচাপ বোঝা যাচ্ছিল ভালোমতোই। শেষ পর্যন্ত অভিজ্ঞতায় ওমানের ম্যাচটা বের করে নিয়েছে বাংলাদেশ। সুপার ১২ এ শেষ কাঁটা পাপুয়া নিউ গিনি, যারা হেরেছে প্রথম দুই ম্যাচেই।
সাকিব আল হাসান ওমানের ম্যাচ শেষে বলছিলেন, একটা জয় ড্রেসিংরুমের আবহ বদলে দিয়েছে অনেকখানি। ওমানের সঙ্গে জয়টা বাংলাদেশকে স্বস্তি দিয়েছে অনেকদিক দিয়েই। সুপার ১২ এ যাওয়ার জন্য এখন আসলে কারও ওপর নির্ভর করতে হচ্ছে না। পিএনজি বা পাপিয়া নিউ গিনিকে ৩ রানে হারালেই নিশ্চিত ক্রে ফেলতে পারবে সুপার ১২। সেজন্য স্কটল্যান্ড-ওমানের শেষ ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না। আগেভাগে ম্যাচ খেলে ফেলার অসুবিধায়ও তাই পড়তে হচ্ছে না বাংলাদেশকে।
বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও আছে এখনো। সেজন্য অবশ্য পিএনজিকে হারাতে হবে বেশ বড় ব্যবধানে, অন্যদিকে ওমানকে হারাতে হবে স্কটল্যান্ডকে। এমনকি হারলেও বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। তবে নিশ্চিতভাবেই হারের কথা মাথায় আনছেনও না। পিএনজির চেয়ে শক্তির পার্থক্য এতোটাই বেশি, সেখানে জয় ছাড়া অন্য কিছু হবে বিশাল অঘটন।
অবশ্য বাংলাদেশের সুপার-১২ এ ওঠার সমীকরণ বদলে গেছে এর মধ্যে। গ্রুপ রানারআপ হলে এখন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের গ্রুপ এ তে থাকবে বাংলাদেশ। তবে আপাতত গ্রুপ নিয়ে বোধ হয় ভাবতে চাইবেন না সাকিবরা। আগে নিশ্চিত করতে চাইবেন সুপার-১২।
আগে কী হয়েছিল?
পিএনজির সাথে কখনো স্বীকৃত টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি বাংলাদেশ। স্বীকৃত ক্রিকেটেই মুখোমুখি হয়েছে মাত্র দুবার। প্রথমবার ১৯৮১ সালে জিতেছিল পিএনজি। এরপর ১৯৯৬ সালে এসিসি ট্রফির সেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার তাদের হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, জিতেছিল শিরোপাও।
যাদের ওপর চোখ
লিটন দাস
ফর্মটা একদমই ভালো যাচ্ছে না লিটনের। তবে নিউ গিনির বিপক্ষে বড় রান দিয়ে নিজের আত্মবিশ্বাস ঝালাই করে নেওয়ার সুযোগ বোধ হয় পাবেন না।
আসাদ ভালা
নিউ গিনির অধিনায়ক তো বটেই, সম্ভবত তাদের সেরা খেলোয়াড়ও। বাংলাদেশের বোলারদের জন্য তিনিই হতে পারেন বড় হুমকি।
রঙ্গমঞ্চ
আল আমেরাত মাঠে রাতের ম্যাচে ক্যাচ ধরতে সমস্যা হয়েছিল বাংলাদেশ-ওমান দুই দলেরই। আজ দিনের ম্যাচ বলে সেই সমস্যা কম পোহাবে দুই দল। তবে বাংলাদেশ আগের দিনের কথা মাথায় রেখে আগে ব্যাট করতে চাইতে পারে।
দলের খবর
উইনিং কম্বিনেশন ভাঙার খুব বেশি সম্ভাবনা হয়তো নেই আজকের ম্যাচে। অতিরিক্ত স্পিনার খেলালে শুধু তাসকিনের জায়গায় আসতে পারেন নাসুম।