নেট সেশন: ঐতিহাসিক 'প্রথমের' আগে কোণঠাসা বাংলাদেশ, আত্মবিশ্বাসী ইংল্যান্ড
বাংলাদেশ, ইংল্যান্ড
সুপার ১২, গ্রুপ ১
শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি
২৭ অক্টোবর, বাংলাদেশ সময় বিকেল ৪টা
তথ্যটা হয়তো এর মধ্যে জানা হয়ে গেছে আপনার। আর না হলে আপনি চমকেই যেতে পারেন শুনে, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কখনো দেখা হয়নি বাংলাদেশ-ইংল্যান্ডের। এতগুলো বিশ্বকাপ হয়ে গেছে, এত সব দ্বিপাক্ষিক সিরিজ, কিন্তু দুই দল্ল এই ফরম্যাটে একটা ম্যাচও ক্ষেলেনি। আগের পরিসংখ্যান বা এমন হিসেব তাই দেওয়া যাচ্ছে না এক্ষেত্রে।
তবে একটা ব্যাপারে সন্দেহ নেই, ইংল্যান্ড বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে থেকেই আজ নামবে। এই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি ইংল্যান্ড। পাওয়ার হিটার থেকে শুরু করে বোলিং বৈচিত্র্য- একটা আদর্শ টি-টোয়েন্টি দলের প্রায় সবকিছুই আছে তাদের। সেই বার্তাটা তারা দিয়েছে প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানেই গুড়িয়ে।
ইংল্যান্ডের এই দলের অনেকেই আইপিএল খেলে এসেছেন। এর মধ্যে মঈন আলী চেন্নাইয়ের হয়ে জিতেছে আইপিএল- যা কোনো ইংলিশ ক্রিকেটারের প্রথম আইপিএল শিরোপা। তাদের অধিনায়ক অইন মরগান ফর্মে নেই বটে, তবে দুর্দান্ত টপ অর্ডার হয়তো সেটা বড় চিন্তা হতে দেবে না। আদিল রশিদ অবশ্যই বলে বাংলাদেশের জন্য বড় হুমকি, আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সেটা টের পেয়েছে ভালোমতোই। মিলস-জর্ডান-উডদের পেস আক্রমণও শক্তিশালী বেশ।
বাংলাদেশ অবশ্য আপাতত নিজেদের নিয়েই চিন্তার অস্থির। শ্রীলংকাকে বাগে পেয়েও জিততে পারেনি ম্যাচটা। এমনিতেই সিনিয়র প্লেয়ারদের নানা মন্তব্যে বেশ সমালোচনার ঝড় উঠছিল কয়েক দিন ধরে। এর মধ্যে দুই সিনিয়র মুশফিক-মাহমুদউল্লাহর নতুন দুই মন্তব্যে সেই বিতর্ক আরও উস্কে উঠেছে। দলের কোচিং স্টাফের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি, প্রশ্ন উঠেছে বোর্ড সভাপতির মন্তব্য নিয়েও।
দলের এই অবস্থায় একটা জয় কাজ করতে পারে টনিকের মতো। কিন্তু মাঠের খেলা নিয়েও আছে নানা প্রশ্ন। অধিনায়ক মাহমুদউল্লাহর বোলিং চেঞ্জ নিয়ে প্রশ্ন উঠেছিল শ্রীলংকা ম্যাচ শেষে। মুশফিক রানে ফেরায় কিছুটা স্বস্তি থাকলেও দুই ওপেনারের পাওয়ারপ্লে কাজে লাগাতে না পারা, বিশেষ করে লিটনের রানখরার পর এই জায়গাটাও দুশ্চিন্তা দলের জন্য । আর ক্যাচিং ব্যর্থতা তো আছেই। এর মধ্যেই টুর্নামেন্টে গোটাসাতেকের মতো ক্যাচ মিস করে ফেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের সঙ্গে এসব কিছু কাটিয়ে উঠতে না পারলে আরেকটি ভুলে যাওয়ার দিন হয়তো অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
রঙ্গমঞ্চ
আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হয়েছিল স্লো উইকেটে। লো স্কোরিং ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া। আজও সেরকম কিছু হলে বড় ভূমিকা রাখতে পারেন দুই দলের স্পিনাররা।
দলের খবর
বাংলাদেশের জন্য ধাক্কা, পিঠের চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাইফ উদ্দিনের। তার জায়গায় সুযোগ পেতে পারেন আরেক পেসার তাসকিন আহমেদ। লিটন দাস হয়তো আরেকটা সুযোগ পেতে পারেন। কাল অনুশীলনে চোট পেয়েছেন নুরুল হাসান, যদিও জানানো হয়েছে সেটা গুরুতর কিছু নয়। ইংল্যান্ড দলে চোট কাটিয়ে ফিরেছেন মার্ক উড, তবে তাকে হয়তো আরেকটা ম্যাচ বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ
লিটন, নাঈম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, নুরুল, মাহেদী, নাসুম, তাসকিন, মোস্তাফিজ
ইংল্যান্ড
রয়, বাটলার, মালান, বেইরস্টো, মরগান, লিভিংস্টোন, ওকস, মঈন, জর্ডান, রশিদ, মিলস