• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে হোল্ডারকে পেল ওয়েস্ট ইন্ডিজ

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে হোল্ডারকে পেল ওয়েস্ট ইন্ডিজ    

    আরও একটি পরিবর্তন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে। চোট পাওয়া পেসার ওবেদ ম্যাককয়ের জায়গায় জেসন হোল্ডার ডাক পেয়েছেন দলে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চাইলে তাকে মাঠে নামাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। 

    বাঁহাতি পেসার ম্যাককয় ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচটাও খেলেছিলেন। এরপর ডান হাঁটুর চোটে আর মাঠে নামা হয়নি। এবার টুর্নামেন্ট শেষ হয়ে গেল তার। হোল্ডার রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই ছিলেন। এবার মূল দলে যোগ দিলেন। এর মধ্যেই আইসিসি অনুমোদন দিয়েছে এই বদলির। ফলে হোল্ডারের এখন মাঠে নামতে বাধা নেই। 

    এর আগে ফাবিয়েল আলেনও এক্সোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। হোল্ডার অবশ্য আমিরাতের কন্ডিশনের সঙ্গে পরিচিত, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বিশ্বকাপ শুরুর আগে। 

    ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপের শুরুতেই বাদ পড়ে যাওয়ার আশংকায় ওয়েস্ট ইন্ডিজ। টিকে থাকতে হলে বাংলাদেশের সঙ্গে ম্যাচটা শুক্রবার জিততেই হবে তাদের।