• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
  • " />

     

    নেট সেশন: ছন্নছাড়া বাংলাদেশের সামনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

    নেট সেশন: ছন্নছাড়া বাংলাদেশের সামনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ    

    বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ

    সুপার ১২, গ্রুপ ১

    ২৯ অক্টোবর, বিকেল ৪টা

    শারজা ক্রিকেট স্টেডিয়াম


    বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে, অনেকটা অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়ের মতো। মাঠে কিছুই হচ্ছে না, ব্যাটিং-বোলিং-ফিল্ডফিং সব বিভাগেই ধুঁকছে, শরীরী ভাষা যাচ্ছেতাই। এসব না হয় নতুন কিছু নয়, তবে সংবাদ সম্মেলনের বেফাঁস কথা, সঙ্গে ক্রিকেট মহলের আরও নানান রকমের সমালোচনাসহ সবকিছু মিলে এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে কমই গেছে দল।

    ঘুরে দাঁড়ানোর জন্য এখন বাংলাদেশ কোনদিকে তাকাবে, সেটাই বড় ভাবনা। ওপেনিংয়ে লিটন দাস রান পাচ্ছেন না, আবার তার জায়গায় ভালো বিকল্পও নেই। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ তাও যা রানের মধ্যে আছেন, এরপর আফিফ-নুরুলরা আবার সেরকম কিছু করতে পারছেন না। মোস্তাফিজ নিজেকে হারিয়ে খুঁজছেন, বাকি বোলাররাও করতে পারছেন না তেমন কিছু। আর জঘন্য ফিল্ডিং তো আছেই। নাসুম আহমেদ যেমন অসহায়ের মতো বলে গেলেন, চেষ্টা করছেন তারপরও তাদের হচ্ছে না-এরপর বোধ হয় আর কিছু বলার দরকার নেই।

    তবে কাকতালীয় ব্যাপার হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ নিজেরাও চাপে আছে। ইংল্যান্ডের সঙ্গে ৫৫ রানে অলআউট হয়ে টুর্নামেন্ট শুরু করেছে তারা। সেই ম্যাচের পর হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও। দুইটি ম্যাচে তেমন লড়াই করতে পারেনি টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। গেইল, পোলার্ড, রাসেলদের মতো ম্যাচ উইনার থাকলেও এখন পর্যন্ত সবাই নিষ্প্রভ। সমস্যা হচ্ছে, এরা যে কেউ জ্বলে উঠলে বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন হয়ে যেতে পারে দিনটা। টানা দুই হারের পর দুই দলই এখন খাদের কিনারায়। আরেকটি পরাজয় পুরোপুরি ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে। তার আগে কোন দল জেগে উঠবে সেটাই প্রশ্ন।

     

    আগে কী হয়েছিল

    ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। ১১ ম্যাচ খেলে জয় আছে পাঁচটিতে। সর্বশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিতেছিল সিরিজ, এরপর অবশ্য ক্যারিবিয়ানরা বাংলাদেশে এসে সিরিজ জিতে গেছে। ২০০৭ সালে প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয় হয়ে আছে এটিই। সেই ম্যাচের গেইল, ব্রাভো, রামপলরা আছেন এখনো। আর বাংলাদেশের হয়ে সেই ম্যাচে ছিলেন সাকিব, মুশফিক।

    দলের খবর

    ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে একটি পরিবর্তন এসেছে ম্যাচের আগে। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলা বাঁহাতি পেসার ওবেদ ম্যাককয় ছিটকে গেছেন, তার জায়গায় ডাক পেয়েছেন জেসন হোল্ডার। লেন্ডল সিমন্স আগের ম্যাচের বীভৎস ইনিংসের পর দলে জায়গা পেলে সেটি হবে অবাক করা। সেক্ষেত্রে তার জায়গায় হোল্ডার ঢুকে যেতে পারেন দলে। বাংলাদেশ দলে চোটের সমস্যা নেই, তবে অফ ফর্মে আছেন অনেকে।  লিটন দাসের জায়গায় কেউ আসবেন কি না, সেটি বড় প্রশ্ন

    সম্ভাব্য একাদশ

    ওয়েস্ট ইন্ডিজ

    গেইল, লুইস, পুরান, পোলার্ড, হেটমায়ার, রাসেল, ব্রাভো, হোল্ডার, আকিল, ওয়ালশ হেইডেন, রামপাল

    বাংলাদেশ

    লিটন, নাঈম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, নুরুল, মাহেদী, শরিফুল, নাসুম, মোস্তাফিজ

    রঙ্গমঞ্চ

    শারজার মাঠে এখন পর্যন্ত শ্রীলংকার সাথে প্রথম ম্যাচটা খেলেছে বাংলাদেশ। স্পিনিং ট্র্যাক সবাই আশা করলেও সেই ম্যাচে ছিল নিখাদ ব্যাটিং উইকেট। আজকের ম্যাচে উইকেট কেমন থাকবে সেটা গড়ে দিতে পারে পার্থক্য।