কাইরন পোলার্ড: রিটায়ার্ড আউট নন, রিটায়ার্ড হার্টই
ব্যাট করছিলেন একটু সতর্ক হয়ে।১৬ বলে করেছিলেন ৮ রান। কোনো রকমের অস্বস্তি বা চোটের চিহ্ন ঠিক দেখা যায়নি। কিন্তু ১৩তম ওভারে হঠাৎ সবাইকে চমকে দিয়ে মাঠ থেকে নেমে গেলেন কাiরন পোলার্ড। প্রশ্ন উঠেছে, তিনি কি রিটায়ার্ড হার্ট না রিটায়ার্ড আউট। পরে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি রিটায়ার্ড হার্টই।
যে বলটা খেলে পোলার্ড নেমে গেলেন, তার আগের বলেই তাসকিন পা পিছলে পড়েছিলেন। পোলার্ড পরের বলটা খেলে হঠাৎ হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে। টিভিতে উইকেট পতন দেখাচ্ছিল না, কিন্তু ইএসপিএনক্রিকইনফোর স্কোরকার্ডে দেখানো হচ্ছিল রিটায়ার্ড আউট। যার মানে কোনো শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টে প্রথমবারের মতো কেউ নেমে গেলেন। যদিও অয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
এরপর অবশ্য পোলার্ডকে ড্রেসিংরুমে ঔষধ খেতে দেখা গেছে। পরে জানানো হয়েছে, তিনি রিটায়ার্ড হার্টই। তার মানে চাইলে আবার নামতে পারবেন পোলার্ড। শেষ ওভারে গিয়ে নেমেছেন আবার। শেষ বলে ছয় মেরে শেষ করেছেন ইনিংস, শেষ পর্যন্ত করেছেন ১৮ বলে ১৪।