মুস্তাফিজ নন, হাসলেন সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে ভিডিওটা শেয়ার করে ক্যাপশনে লেখা হল, “একজন ফাস্ট বোলারের জন্য সেরা দৃশ্য।” বটে! মুস্তাফিজের দুর্দান্ত ইয়র্কারটা মিডল স্ট্যাম্প তো উপড়ালোই, সঙ্গে ভূপাতিত করলো ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকেও। আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেও সপ্রতিভ থাকলেন মুস্তাফিজ। কিন্তু এ যাত্রায়ও নিষ্প্রভ হারই সঙ্গী হল তাঁর দল সানরাইজার্স হায়দ্রাবাদের। অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাটে চড়ে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স পেলো ৮ উইকেটের বড় জয়।
১৪২ রানের সীমিত পুঁজিতে হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার মুস্তাফিজের হাতে বল তুলে দেন পঞ্চম ওভারে। তিন রান দিলেও গম্ভীর-উথাপ্পাদের সমীহ নিয়ে খেলতে বাধ্য করেন বাংলাদেশের তরুণ। দ্বাদশ ওভারে পুনরায় যখন বল হাতে ফিরলেন, মুড়িমুড়কির মতো রান দিয়ে ভুবনেশ্বর-হেনরিক্স-করণ শর্মারা ততোক্ষণে ম্যাচ নাগালের বাইরে নিয়ে ফেলেছেন। মুস্তাফিজ পাঁচ রান দিয়ে গম্ভীরদের ব্যাটে ক্ষণিকের লাগাম দিলেন। এক ওভার বাদে ফিরে রাসেলের ওই চোখজুড়ানো উইকেট।
ওই ওভারেও চার রানের বেশী হয় না, ফিল্ডারের খামখেয়ালিতে রান হয়ে গেলো সাত। শেষপর্যন্ত নব্বই রানে অপরাজিত থাকা গৌতম গম্ভীর অবশ্য তাঁর শেষ ওভার থেকে তুলে নেন ১৪ রান।
এর আগে কলকাতার হয়ে এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা সাকিব আল হাসানও বল হাতে যথেষ্টই সপ্রতিভ ছিলেন। তিন ওভার থেকে উইকেট না পেলেও রান দেন মাত্র ১৮টি। অবশ্য তৃতীয় ওভারের শেষ বলটা মরগ্যানকে ওভাবে স্ট্যাম্পের বাইরে ঝুলিয়ে দিয়ে ছয় না খেলে তিন ওভারে তাঁর রান খরচ থাকতো বারো!