বিশ্বকাপ শেষ হয়ে গেল সাকিব আল হাসানের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে। সেই চোট তাকে ছিটকে দিল বিশ্বকাপ। টুর্নামেন্টের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না। যার মানে মিস করবেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার ১২ এর দুইটি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ফিল্ডিং করার সময় পেশীতে টান লেগেছিল। সেই চোট নিয়ে বল করেছিলেন, পরে ব্যাটও করেছেন। তবে বোঝা যাচ্ছিল ঠিক স্বস্তিত্তে নেই। ম্যাচ শেষে স্ক্যান করা হয়েছিল তার, সেটার রিপোর্ট এসেছে আজ। সাকিবকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এখন। বিশ্বকাপের পরেই পাকিস্তান আসবে দেশে। তখন সাকিব ফিট হয়ে খেলতে পারবেন কি না নিশ্চিত নয় এখনো।
গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ হেরে বাংলাদেশ এর মধ্যেই ছিটকে গেছে প্রায়।