২৪ বছর পর পাকিস্তানে আসছে অস্ট্রেলিয়া
২৩ বছর পর পাকিস্তানে আসছে অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২২ সালের মার্চে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তানে আসছে অস্ট্রেলিয়া।
১৯৯৮ সালে পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সফরে মার্ক টেলর ৩৩৪ রানের সেই ইনিংস খেলেছিলেন। এরপর ২০০২ সালে আরেকটি সফরে পাকিস্তান আসার কথা ছিল তাদের। কিন্তু আত্নঘাতী বোমা হামলার জন্য সেই সফর স্থানান্তর হয়ে যায় শ্রীলংকা ও আমিরাতে। এরপর ২০০৮ সালে আবার আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সাধারণ নির্বাচনের পর সহিংসতার কারণে হয়নি সেটিও। ২০০৯ সালে শ্রীলংকার টিম বাসে বোমা হামলার পর পাকিস্তানে বিদেশী দলের সফর বাতিল হয়ে যায়। এর পর তা শুরু হয়েছে আবার, যদিও সাম্প্রতিককালে ইংল্যান্ড ও নিউজিলান্ডের সফর বাতিল হয়ে গেছে নিরাপত্তার কারণে।
মার্চের সফরের তিনটি টেস্ট হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৩ মার্চ করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর রাওয়ালপিন্ডির পর শেষ টেস্ট হবে লাহোরে। সেখানেই হবে তিনটি ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি।