টুর্নামেন্ট শেষ জেসন রয়ের, বদলি জেমস ভিন্স
বিশ্বকাপ শেষ হয়ে গেছে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়ের। তার জায়গায় দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স। এর মধ্যেই আইসিসি এই বদলির অনুমোদন দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচে একটা সিঙ্গেল নিতে গিয়ে রয়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে। সেই অবস্থায় মাঠ ছেড়ে চলে যেতে হয় তাকে। পরে ম্যাচ শেষে তাকে দেখা যায় ক্র্যাচ হাতে। কাল স্ক্যান করা হয়েছিল, জানা গেছে এই বিশ্বকাপে আর মাঠে নামতে পারছেন না। তার জায়গায় ডাক পেয়েছেন জেমস ভিন্স।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৪ বলে ৭৮ রান করে ইংল্যান্ডকে ফাইনালে নিতে বড় ভূমিকা রেখেছিলেন রয়। তার জায়গায় ডাক পাওয়া ভিন্স আগে থেকেই ছিলেন রিজার্ভে, মূল দলের সঙ্গেই। রয় না থাকায় বাটলারের সঙ্গে ওপেন করতে পারেন বেইরস্টো বা মালান। সেক্ষেত্রে বাড়তি একজন ব্যাটসম্যান হিসেবে স্যাম বিলিংস বা ভিন্স অথবা বোলিং অলরাউন্ডার হিসেবে টম কারান বা ডেভিড উইলি সুযোগ পেতে পারেন।