ইন্ডিপেন্ডেন্স কাপে কে কোন দলে
আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান খেলবেন বিসিবি সাউথ জোনের জার্সিতে।
সিংগেল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট একাডেমি মাঠে। আগামী ১৫ জানুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।
এবার একনজরে দেখে নিন কে কোন দলে,
বিসিবি সাউথ জোন
মাইশুকুর রহমান, এনামুল হক বিজয়, মাহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রানা ও মোহাম্মদ রিশাদ হোসেন।
বিসিবি নর্থ জোন
মার্শাল আইয়ূব, নাঈম ইসলাম, সাঞ্জামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, একেএস স্বাধীন, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, মোহাম্মদ শরীফুল্লাহ, আরিফুল হোক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।
ওয়ালটন সেন্ট্রাল জোন
আব্দুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান পারভেজ, আল-আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।
ইসলামী ব্যাংক ইস্ট জোন
ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, নাদিফ চৌধুরী, প্রীতম কুমার, নাঈম হাসান, প্রীতম কুমার, সোহরাওয়ার্দী শুভ, শাহাদাৎ হোসেন দীপু, মোহাম্মদ আশরাফুল, রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু ।