বিসিএল চ্যাম্পিয়ন নর্থ জোন
সাউথ জোনকে শুধু জিততেই হতো না, ওদিকে হারতে হতো নর্থ জোনকেও। দুটির একটিও হয়নি, ড্র হয়েছে দুটি ম্যাচই। বাংলাদেশ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে নর্থ জোনও। ৬ ম্যাচে নর্থ জোনের পয়েন্ট ২২, দুইয়ে থাকা সাউথ জোনের পয়েন্ট ১৬।
এ বছরের ৩০ জানুয়ারি শুরু হয়েছিল বিসিএল, শেষ রাউন্ডের খেলা শুরু হয়েছিল ১ মার্চ। মৌসুমের ফর্মটা বিসিএলেও টেনে এনেছিলেন তুষার ইমরান, লিগে সর্বোচ্চ ৭৩১ রান সাউথ জোনের ব্যাটসম্যানেরই। ৯১.৩৭ গড়ে এ রান করার পথে দুইটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি আছে তাঁর। শুধু বিসিএল নয়, প্রথম শ্রেণিতে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ডও করেছেন তুষার। ১২৪৯ রান করে তিনি ছাড়িয়ে গেছেন ২০১৪-১৫ মৌসুমে করা লিটন দাসের ১২৩২ রান।
সর্বোচ্চ উইকেটের তালিকায় অবশ্য আছেন দুজন। নর্থ জোনের সানজামুল ইসলাম ও সেন্ট্রাল জোনের শুভাগত হোম, দুজনেরই উইকেট ২৫টি করে। সানজামুলের গড় ২৬.৪৪, হোমের ২৬.৯২।
সর্বোচ্চ ১৮টি ডিসমিসাল হোমের সতীর্থ নুরুল হাসানের, ১৮টি। আর সর্বোচ্চ ১১টি ক্যাচ ইস্ট জোন অধিনায়ক অলক কাপালির।