• আইপিএল ২০১৬
  • " />

     

    অল্পের জন্য রেকর্ডটা হল না ফিজের

    অল্পের জন্য রেকর্ডটা হল না ফিজের    

    চার ওভার বল করে রান দিলেন মাত্র ৯টি, ১৭টি বলই হল ডট! আর একটি ডটের জন্য ছোঁয়া হল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ইনিংসে সবচেয়ে বেশী ডট বলের রেকর্ডটা। তবে হরভজন, ভুবনেশ্বর, অশ্বিনদের সাথে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ডট বলের মালিক এখন মুস্তাফিজও। আর কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের আজকের বোলিংয়ে আলোর নাম কেবলই মুস্তাফিজ।

     

    বাকি চার বোলারের মধ্যে সবচেয়ে কম রান দেয়া দীপক হুদাও দিয়েছেন ওভারপ্রতি ৭.৫০ রান (বাকি তিনজন দিয়েছেন ওভারপ্রতি আটের উপর রান), সেখানে মুস্তাফিজের ইকোনমি রেট ২.২৫! ২টি উইকেট নিলেন, একটি দুর্দান্ত ক্যাচও নিলেন, আর প্রথম ওভারে ভোহরাকে রান আউট হতে তো একপ্রকার বাধ্যই করলেন আঁটসাঁট বোলিং করে! মুস্তাফিজ ম্যাজিকেই কিনা কিংস ইলাভেন পাঞ্জাবের রানটা দেড়শ’র ঘর পেরোতে পারলো না (১৪৫)।

     

    আইপিএলের নয় আসরে আজকের ম্যাচের আগ পর্যন্ত একজন বোলার এক ইনিংসে দশের কম রান দিয়েছেন ঊনিশবার। কুড়িতমবারের মতো সেটার পুনরাবৃত্তি করলেন মুস্তাফিজ। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে টানা চারটি ডট দিয়ে অস্বস্তিতে ফেলে দেন ব্যাটসম্যান ভোহরাকে। পঞ্চম বলটি তাই কোনরকমে ঠেকিয়েই রানের জন্য ছোটেন তিনি। কিন্তু শিখর ধাওয়ানের সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভাঙলে উল্লাসে মাতে মুস্তাফিজের হায়দ্রাবাদ।

     

    যথারীতি ইনিংসের শেষভাগে চৌদ্দতম ওভারে ফের ফিরে আসেন ফিজ। এ ওভারেও প্রথম দু' বল ডট দিয়ে তৃতীয় বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ৪০ রানে থিতু শন মার্শকে। ঐ ওভারে এক রান দিয়ে পরের ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র দু' রান। আর শেষ ওভারে ছ' রানের বিনিময়ে নিখিল নাইককে হেনরিক্সের ক্যাচে পরিণত করেন। এর আগে ওই হেনরিক্সের বলে ম্যাক্সওয়েলকে মাত্র ১ রানে সাজঘরে পাঠিয়েছিলেন মুস্তাফিজ দারুণ এক ক্যাচ নিয়ে।