হিগুয়েনকে বাদ দিতে চান ম্যারাডোনা!
পুরো মৌসুমজুড়েই দারুণ ছন্দে ছিলেন, ৩০ ম্যাচ থেকে গোল করেছেন ৩২টি। সেরা তিনে থেকে ইতালিয়ান লিগ করতে চলা নাপোলির আক্রমণভাগে গঞ্জালো হিগুয়েনের ধারটা ধরা গেছে খোলা চোখেই। অথচ এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই কিনা বেচে দিতে ক্লাব কর্তৃপক্ষকে পরামর্শ দিচ্ছেন তাঁরই স্বদেশী সাবেক কিংবদন্তী ম্যারাডোনা!
ম্যারাডোনা মনে করছেন হিগুয়েন তাঁর সামর্থ্যের সবটা দিয়ে ফেলেছেন, “আমার মনে হয় পিপিতার (হিগুয়েন) নাপোলিকে যা দেয়ার সে দিয়ে ফেলেছে। এইরকম আরও একটা মৌসুম সে পাবে না। লাভেজ্জির ক্ষেত্রেও তো তাই হয়েছিল। নাপোলির এখন নতুন মুখ দরকার। আর সে জন্য হিগুয়েনকে যত বেশী দামে পারা যায় বেচে দেয়াটাই ভালো।”
পুরনো ক্লাবের জন্য ম্যারাডোনার পছন্দের তালিকায় সবার উপরে আছেন টটেনহ্যামের হয়ে আলো ছড়ানো হ্যারি কেন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা স্পারদের হয়ে এই ইংলিশ ফরোয়ার্ড করেছেন ২৪ গোল।