• আইপিএল ২০১৬
  • " />

     

    কোহলিকে মাটিতে নামালেন মুস্তাফিজ

    কোহলিকে মাটিতে নামালেন মুস্তাফিজ    

    ঠিক আগের ম্যাচগুলোর মতো সেভাবে বল হাতে আলো ছড়াতে পারেননি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট মুস্তাফিজুর রহমানের নামের পাশে একটু বিবর্ণই। তবে ওই উইকেট যদি হয় বিরাট কোহলির, তাহলে সেটিকে তো মহামূল্যবান বলতেই হয়। 

    এই মৌসুমে আইপিএলে কোহলি মানেই দুর্দান্ত কিছু। আগের ম্যাচেই টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেছেন। এবারের আইপিএলে কোহলির ইনিংসগুলো এরকম- ৭৫, ৭৯, ৩৩, ৮০ ও ১০০*। অথচ সেই কোহলিকেই মুস্তাফিজ টুর্নামেন্টে প্রথমবারের মতো ৩০ এর নিচে আউট করেছেন। 

    আর সেই সাফল্য পেয়েছেন নিজের প্রথম ওভারেই। মুস্তাফিজের প্রথম বলটা ডট দেওয়ার পর পরের বলটা সামনে এসে কভারের ওপর উড়িয়ে মারতে গিয়েছিলেন কোহলি। কিন্তু দারুণ এক ক্যাচ নিয়ে তাঁকে ফিরিয়ে দিয়েছেন আশীষ রেড্ডি। ওই ওভারে মুস্তাফিজ দিয়েছেন মাত্র ৩ রান।

    পরে অবশ্য মুস্তাফিজ আর উইকেট পাননি। বরং ভালো পিটুনিই খেয়েছেন। কিন্তু দল ১৫ রানের জয় পাওয়ায় সেটা নিশ্চয় আর মনে রাখবেন না। বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও দারুণ কিছু করার সুযোগও তো সবসময় আসবে না!