• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    কেন এমন অদ্ভুতভাবে ছবি তোলে বেলের ওয়েলস?

    কেন এমন অদ্ভুতভাবে ছবি তোলে বেলের ওয়েলস?    

    সামনে চারজন, পেছনে সাতজন। ওয়েলসের খেলোয়াড়দের এই অপ্রতিসম অদ্ভুত ভঙ্গিটা হয়তো কাল খেয়াল করেছেন তাদের যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচের আগে। গ্যারেথ বেলদের ছবি তোলার এই অপ্রচলিত ঢঙ অবশ্য নতুন নয়। এবারের বিশ্বকাপে প্রথমও নয়, বেশ ক'বছর থেকেই এভাবে ছবি তুলে আসছেন তারা। 

    শুরুটা অবশ্য একটা দুর্ঘটনা থেকে। ২০১৬ ইউরোতে অনেক বছর পর খেলেছিল তারা, সেবার শুরুর একটা ম্যাচে ছবি তোলার সময় ঠিকভাবে দাঁড়াননি। মিডফিল্ডার জো লেডলি ছিলেন ওই দলে। পরে তিনি মজা করে বলেছিলেন, ওই সময় ছবি তোলার পর খেয়াল হয় তাদের সবাই জায়গামতো নেই। সেটা নিয়ে দলের মধ্যে হাসাহাসিও হয়েছে অনেক। পরে অবশ্য একজন মজা করে বলেন, এভাবেই আরও ছবি তোলা যাক। 

    মজার ব্যাপার, সেই বছর ইউরোতে সেমিফাইনাল পর্যন্ত গিয়ে চমকে দিয়েছিল ওয়েলস। ওভাবে ছবি তোলাটা তাই পয়া হয়ে যায় তাদের কাছে। এরপর প্রীতি ম্যাচ থেকে বড় টুর্নামেন্টে এভাবেই ছবি তুলতে থাকে ওয়েলস। লেডলি অবশ্য ঠিক কুসংস্কার না বলে এটাকে তাদের স্টাইল বলতে চান। 

    তবে স্টাইল হোক আর কুসংস্কার হোক, অদ্ভুত ছবি তোলার ধরনটা এখন জনপ্রিয়ই করে ফেলেছে ওয়েলস।