তারকা ফরওয়ার্ডদের মেলাতেও উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ শেষ হল গোলশূন্য ড্রতে
উরগুয়ে ০:০ দক্ষিণ কোরিয়া
গত সাত বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ে জয় পেয়েছিল মাত্র একবার। জয় পাওয়া হল না এবারও। দক্ষিণ কোরিয়ার বাঁধা এবার পার হওয়া হল না উরুগুয়ের। শক্তিশালী ফরওয়ার্ড লাইনআপ নিয়েও কোরিয়ান ডিফেন্সের বাঁধায় উরুগুয়ে ফিরেছে গোলশূন্য ড্র নিয়ে।
উরগুয়ের বিপক্ষে অবশ্য দক্ষিণ কোরিয়াই বরং দারুণ শুরু করেছিল। ৩৪ মিনিটের মাথায় গোলটাও প্রায় পেয়েই গিয়েছিল তারা। বক্সের মাঝে ফাকায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন হুয়াং উই-জো। নিজেদের গুছিয়ে নিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে উরুগুয়েও গিয়েছিল গোলের কাছাকাছি। তবে ভালভার্দের কর্নার থেকে ডিয়েগো গডিনের লাফিয়ে উঠা হেডার বার চুমু খেয়ে বের হতে যায়।
দ্বিতীয়ার্ধে সুয়ারেজের বদলি হয়ে কাভানি নামলেও খোলেনি গেরো। শেষ মুহূর্তের উত্তেজনা অবশ্য পেয়েছিল দুই দলকেই। সেই সাথে ম্যাচেও জড়িয়েছিল উত্তেজনা। ৯০ মিনিটের মাথায় ভালভার্দের দুর্দান্ত এক শটে গোলকিপার পুরোপুরি পরাস্ত হলেও বারে লেগে বল বের হয়ে যায়। ঠিক পরের মিনিটে সনের দুরপাল্লার শটও গোলবার ফাঁকি দিয়ে বের হয়ে গেলে কোনও গোল ছাড়াই শেষ হয় ম্যাচ।