• আইপিএল ২০১৬
  • " />

     

    সেরা পাঁচে মুস্তাফিজ

    সেরা পাঁচে মুস্তাফিজ    

    প্রথম বলটায় অফ স্ট্যাম্পের বাইরে কাটার ছেড়েছিলেন। লেগে ঘোরাতে চেয়েছিলেন ম্যাককালাম। ব্যাটের কানা ছুঁয়ে বল আকাশে। দৌড়ে গিয়ে তালুবন্দীও করলেন শিখর ধাওয়ান, কিন্তু রাখতে পারলেন না। অবশ্য দু’বল বাদেই উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ। পরে পেলেন আরও একটি। সবমিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে ফিজের উইকেটসংখ্যা ১০, ঢুকে পড়েছেন উইকেটসংগ্রাহক হিসেবে চলতি আসরের সেরা পাঁচ বোলারের তালিকায়ও।

     

    পাওয়ার প্লে’র শেষ ওভারে প্রথম বলে শিখর ধাওয়ান ক্যাচ মিস করলেও চতুর্থ বলটা দারুণ দক্ষতায় তালুবন্দী করেন উইলিয়ামসন। এ যাত্রায়ও ডেলিভারি কাটার, বল ব্যাটের কানা ছুঁয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে। বাঁ দিকে শরীর ভাসিয়ে সেটা তালুবন্দী করেন উইলিয়ামসন। দীনেশ কার্তিক ফিরে যান শূন্য রানে। ওই ওভারে মুস্তাফিজ রান দেন মাত্র ২।

     

    চৌদ্দতম ওভারে ফিরে এসে উইকেট না পেলেও রান খরচে যথারীতি হিসেবি ছিলেন 'ফিজ'। ডোয়াইন ব্র্যাভো-অ্যারন ফিঞ্চরা পুরো ওভারে কেবল একবারের জন্য জায়গা বদল করতে পারলেন।

     

    ষোলতম ওভারে কাটার, স্লোয়ার, ইয়র্কারের মিশেলে ফিঞ্চকে পরাস্ত করার সর্বোচ্চ চেষ্টাই করে গেলেন, উইকেটের দেখা মেলে নি, তবে রান ছয়ের বেশী হল না, চার-ছয় তো নয়ই।

     

    ব্যক্তিগত শেষ ওভারের প্রথম বলে মুস্তাফিজ ফেরান তাঁর ‘বানি’ জাদেজাকে, পাঁচবারের মোকাবেলায় এ নিয়ে প্রতিবারই ফিজকে উইকেট দিয়ে গেলেন ভারতীয় ব্যাটসম্যান।

     

    ইনিংস শেষে হায়দ্রাবাদের পক্ষে ওভার প্রতি ‘ইকোনোমি’ রেটটা সবচেয়ে কম থাকলো মুস্তাফিজেরই, ৪.২৫। আজকের দুই উইকেটসহ ১০ উইকেট নিয়ে মুস্তাফিজ ঢুকে পড়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি পাঁচ বোলারের তালিকায়ও। ইকোনোমি রেটে অবশ্য সর্বোচ্চ উইকেটপ্রাপ্তদের কুড়ি জনের মধ্যেও মুস্তাফিজের ধারে-কাছে নেই কেউ। এ পর্যন্ত আট ম্যাচ খেলে মুস্তাফিজ ১০ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৬.২৩ রান দিয়ে। সেরা দশ বোলারের মধ্যে মোট রানের বিচারেও সবচেয়ে কম রান (১৮৭) দিয়েছেন বাংলাদেশের তরুণ।