• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড

    ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড    

    ২০২৩ সালে বাংলাদেশে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসছে ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল। সাত বছর পর ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে।

    ওয়ানডে ও টি-টোয়ন্টি সিরিজ দুটো হবে মিরপুর ও চট্টগ্রামে। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ২০ ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখবে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।

    প্রস্তুতি ম্যাচ শেষে ১ মার্চে মিরপুরে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ মিরপুরে খেলার পর শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে যাবে ইংল্যান্ড।

    জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে খেলার পর প্রথম টি-টোয়েন্টিও সেখানেই খেলবে ইংল্যান্ড। বাকি দুটি টি-টোয়েন্টি খেলতে আবারও ঢাকায় ফেরত আসবে ইংল্যান্ড।

    বাংলাদেশের বিপক্ষে এর আগে ২০১৬ সালে ওয়ানডে খেলতে এসেছিল ইংল্যান্ড। সেবার ১-২ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল ইংলিশরা। বাংলাদেশের সামনে এবার তাই সুযোগ থাকছে ইংলিশদের বিপক্ষে পাশার দান উলটে সিরিজ জয়ের।

    এক নজরে সিরিজের সূচী:

    ১ মার্চ, ১ম ওয়ানডে, মিরপুর
    ৩ মার্চ, ২য় ওয়ানডে, মিরপুর
    ৬ মার্চ, ১ম ওয়ানডে, চট্টগ্রাম

    ৯ মার্চ, ১ম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
    ১২ মার্চ, ২য় টি-টোয়েন্টি, মিরপুর
    ১৪ মার্চ, ৩য় টি-টোয়েন্টি, মিরপুর