• আইপিএল ২০১৬
  • " />

     

    এবার সেরা দু'য়ে মুস্তাফিজ

    এবার সেরা দু'য়ে মুস্তাফিজ    

    বোলিংয়ে যতক্ষণে এলেন, ন’ ওভার শেষ, মুম্বাই ইন্ডিয়ানসের উইকেট পড়ে গেছে ছ’টি। আজ আর আদৌ উইকেট পাবেন কিনা সে নিয়েই শঙ্কা তৈরি হয়ে গিয়েছিল। তবে মুস্তাফিজ উদযাপনের সুযোগ পেয়ে গেলেন ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলেই। এরপর আরও দু’ উইকেট তুলে আইপিএলে প্রথমবারের মতো এক ইনিংসে নিলেন ৩ উইকেট, ১৬ রানের বিনিময়ে, কোটার এক ওভার হাতে রেখেই। সেই সাথে চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উঠে এলেন দুই নম্বরে।

     

     

    দশ নম্বর ওভারে বল করতে এসে প্রথম বলেই হারদিক পান্ডিয়াকে ফেরান মুস্তাফিজ। মাঝ উইকেটে ‘গুড লেংথ’ বল অফ স্ট্যাম্পের বাইরে পান্ডিয়ার ব্যাটের সামান্য পাশ দিয়ে বেরিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হয়। তবে বোলার-কিপারের জোরালো আবেদনের সামনে বোধহয় অনড় থাকতে পারেন নি আম্পায়ার। পান্ডিয়ার চোখেমুখেই স্পষ্ট ছিল, আউটটা মেনে নিতে পারছিলেন না।

     

    ব্যক্তিগত পরের ওভারেরও প্রথম বলে উইকেট, এ যাত্রায় মুস্তাফিজের শিকার টিম সাউদি। আবারও অফ কাটার, এবার অবশ্য বল ব্যাট ছুঁয়েই জমা হয় উইকেটরক্ষকের গ্লাভসে।

     

    নিজের তৃতীয় ওভারের শেষ বলে আবারও আঘাত হানেন ‘দ্য ফিজ’। ওভারের প্রথম বলে মুস্তাফিজকে স্কুপ করে সীমানাছাড়া করা মিশেল ম্যাক্লেনাঘান শেষ ডেলিভারিতে অফ কাটারে পরাস্ত। ব্যাটে-বলে টাইমিং হল না, বল ভাসলো বাতাসে, মিড-উইকেটে ক্যাচ নিলেন হেনরিক্স।

     

    সানরাইজার্স হায়দ্রাবাদের করা ১৭৭ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ানস ৯২ রানেই অলআউট হয়ে গেলে ব্যক্তিগত শেষ ওভারটা করার সুযোগই পান নি মুস্তাফিজ। তবে এ পর্যন্ত খেলা নয় ম্যাচ থেকে মোট ১৩ উইকেট নিয়ে পৌঁছে গেছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার দুই নম্বরে। হায়দ্রাবাদে মুস্তাফিজের সতীর্থ ভুবনেশ্বর কুমার আর কলকাতার আন্দ্রে রাসেলও পেয়েছেন ১৩টি করে উইকেট। এক ম্যাচ বেশী খেলে সর্বোচ্চ ১৪ উইকেট এখন মুম্বাইয়ের ম্যাক্লেনাঘানের দখলে।