• আইপিএল ২০১৬
  • " />

     

    বোলারদের জন্য দুঃখ হয় শচীনের

    বোলারদের জন্য দুঃখ হয় শচীনের    

    আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে করেছেন একশটি শতক, ত্রিশ হাজারের বেশী রান...টেস্ট আর একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশী রানের মালিক। কুড়ি বছর ধরে যিনি বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে গেছেন, সেই শচীন টেন্ডুলকারই বলছেন এখনকার বোলারদের জন্য তাঁর কষ্ট হয়। কেবল ব্যাটের আকার বাড়িয়ে বোলারদের গলদঘর্ম করাটা সমীচীন মনে হচ্ছে না ভারতীয় ক্রিকেট কিংবদন্তীর কাছে।

     

     

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানস আর সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা চলাকালীন সাইডলাইন থেকে ধারাভাষ্যে যুক্ত হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের এই ‘মেন্টর’, “গত দুই-তিন বছরে ক্রিকেট ব্যাট বদলে গেছে। বল সীমানাছাড়া করা এখন অনেক সহজ। বোলারদের জন্য আমার দুঃখ হয়, বল নিয়ে তো আর কিছু করা হচ্ছে না।”