• আইপিএল ২০১৬
  • " />

     

    কাটাছেঁড়া করেই দিল্লির মুস্তাফিজ-ধাঁধা সমাধান

    কাটাছেঁড়া করেই দিল্লির মুস্তাফিজ-ধাঁধা সমাধান    

    চলছে নিরন্তর গবেষণা, ব্যবচ্ছেদ চলছে প্রতি ম্যাচে। কীভাবে খোলা যাবে মুস্তাফিজ নামের দুর্বোধ্য ওই ধাঁধার জট? কীভাবে সমাধান করা যাবে "কাটার-রহস্য?" কাল দিল্লি ডেয়ারডেভিল যেমন সেই গেরো অনেকটাই খুলতে পেরেছে। মুস্তাফিজের ৪ ওভার থেকে নিয়েছে ৩৯ রান। আইপিএলে এটাই বাংলাদেশের তরুণ পেসারের সবচেয়ে খরুচে বোলিং। কিন্তু মুস্তাফিজ এমন নিষ্প্রভ ছিলেন কেন ? কাল ম্যাচ শেষে দিল্লি ডেয়ারডেভিলের অলরাউন্ডার ক্রিস মরিস জানিয়েছেন, মুস্তাফিজকে নিয়ে তারা গবেষণা করেছিলেন।

    এক মাস আগে পুনের হয়ে স্টিভেন স্মিথ দারুণ সামলেছিলেন মুস্তাফিজকে, দুই ওভারে চারটি চার সহ নিয়েছিলেন ১৯ রান। ওই ম্যাচের ভিডিও থেকে পাঠ নিয়েছে দিল্লি, সেটিই জানিয়েছেন মরিস, "অবশ্যই স্টিভেন স্মিথ কীভাবে খেলেছিলো মুস্তাফিজকে, সেটা দেখতে আমরা বেশ কিছুটা সময় নিয়েছি। আর অশ্বিন গত ম্যাচে ওকে কীভাবে খেলেছে সেটাও দেখেছি। বিশেষ করে ডানহাতিদের জন্য।'

    কাল অবশ্য মুস্তাফিজের বিপক্ষে বেশি চড়াও হয়েছিলেন দিল্লির তরুণ উইকেটকীপার ব্যাটসম্যান রিশভ পান্ট। একা তিনিই নিয়েছেন ২৬ রান, মুস্তাফিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিপক্ষে এটাই এক ম্যাচে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান করার রেকর্ড।

    তবে মুস্তাফিজকে নিয়ে নিজের মুগ্ধতাও গোপন করেননি মরিস, "২০ বছর বয়সে সে যা করছে সেটা আসলে অবিশ্বাস্য। ভয়ঙ্কর একজন বোলার সে। আমরা ওকে নিয়ে মাথা ঘামাচ্ছি, তার ওপর মনে রাখতে হবে এটা ওর প্রথম আইপিএল। এর থেকেই বোঝা যায় সে কী করছে। পেছনে অনেক কিছুই করতে হয়েছে যেটা কেউ জানে না। আমরা অনেক কিছু বিশ্লেষণ করেছি, অনেক পরিকল্পনা করেছি। ভাগ্য ভালো, সেসব কাজে দিয়েছে!''