• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    যে কারণে এবাদতের জায়গা ডাক পেলেন তানজিম সাকিব

    যে কারণে এবাদতের জায়গা ডাক পেলেন তানজিম সাকিব    

    হাঁটুর চোট সেরে না ওঠায় এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া এবাদত হোসেনের জায়গায় স্কোয়াডে এসেছেন তানজিম হাসান সাকিব। বিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ২০ বছর বয়সী সাকিব যাচ্ছেন এশিয়া কাপের দলে।

    লিগামেন্ট ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিটকে পড়েছিলেন এবাদত, খেলতে পারেননি টি-টোয়েন্টি দলেও। ছয় সপ্তাহের মধ্যে সুস্থ হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, এবাদতের সুস্থ হয়ে আরও সময় লাগবে। বিশ্বকাপের জন্য তাকে নিয়ে দল ঝুঁকি নিতে চায় না বলে এশিয়া কাপের দলে রাখা হয়নি। খালেদ আহমেদ ও তানজিম সাকিবের মধ্যে দ্বিতীয়জনকে বেছে নিয়েছেন নির্বাচকেরা। 

    ২০১৯ অনূর্ধ্ব বিশ্বকাপজয়ী দলের সদস্য সাকিবের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ৩৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার সাকিব। গত ইমার্জিং এশিয়া কাপেও তিন ম্যাচে নেন ৯ উইকেট। মূলত ইমার্জিং কাপের পারফরম্যান্সেই জায়গা পেয়েছেন দলে। তার আগে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ফার্স্ট ক্লাস ম্যাচে।