• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    কোহলি-রাহুলের 'ওয়ানডে মাস্টারক্লাস' পাকিস্তানকে ছুঁড়ে দিল ৩৫৭ রানের সুবিশাল লক্ষ্য

    কোহলি-রাহুলের 'ওয়ানডে মাস্টারক্লাস' পাকিস্তানকে ছুঁড়ে দিল ৩৫৭ রানের সুবিশাল লক্ষ্য    

    এশিয়া কাপ ২০২৩, সুপার ফোর, কলম্বো (টস-পাকিস্তান/ফিল্ডিং)
    ভারত - ৩৫৬/২, ৫০ ওভার (কোহলি ১২২*, রাহুল ১১১*, গিল ৫৮, শাদাব ১/৭১, আফ্রিদি ১/৭৯)

     

    বৃষ্টি বাধ সেধেছে বারবার; তবে বৃষ্টির মুহুর্মুহু হুমকি সামলে দুই দিন ধরে ব্যাট করে ভারত শেষ করেছে তাদের ইনিংস, সেই সাথে পেয়েছে বড় সংগ্রহও। আগের দিন ওপেনিং জুটিতে শতরান আসার পর আজ লোকেশ রাহুল ও ভিরাট কোহলিও আলো ছড়ালেন ব্যাটে; দুজনেই পেলেন সেঞ্চুরি।  

    আগের দিন পাকিস্তানের ওপেনিং স্পেল সামাল দিতে যেন বদ্ধপরিকর ছিলেন রোহিত শর্মা-শুবমান গিল জুটি। দ্বিতীয় ওভারেই নাসিম শাহর কিছুটা খাটো লেংথের বল থার্ড ম্যানের উদ্দেশ্যে উড়িয়ে মেরেও শাহীন শাহ আফ্রিদির কিছুটা শ্লথ নড়াচড়ায় বেঁচে যান গিল। ওই নাসিমের দারুণ এক বলে অষ্টম ওভারে স্লিপে ক্যাচ তুলে দিলে ইফতিখার আহমেদ চেষ্টাই করেননি। দুবার বেঁচে গিয়ে পেসারদের গিল আক্রমণ করা শুরু করলে তাতে যোগ দেন এতক্ষণ রয়েসয়ে খেলা রোহিত। পেসারদের অধ্যায় পার হয়ে গেলে শাদাব আক্রমণে এলে গিয়ার পাল্টান দুজনেই। শাদাবের করা ১৩-তম ওভারে ৩৭ বলে গিল ফিফটি পূর্ণ করলে ওই ওভারে টানা দুই ছয়, এক চারে রোহিত ইঙ্গিত দেন জ্বলে ওঠার। শাদাবের পরের ওভারে তাকে ছয় মেরে ৪২ বলে ফিফটি পেয়ে যান ভারত অধিনায়ক। তবে প্রতিশোধটা শাদাব ঠিকই নেন নিজের পরের ওভারে; তাকে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিয়ে রোহিত থামেন ৪৯ বলে ৫৬ রানে। ওই উইকেটের পরিক্রমায় পরের ওভারে আফ্রিদিকে ফেরানো হলে ঠিকই আস্থার প্রতিদান দিয়ে গিলকে থামান এক স্লোয়ারে; কাভারে ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে গিল থামেন ৫২ বলে ৫৮ রানে। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি হানা দিলে রাহুল-কোহলি মাঠ ছাড়েন ২৪.১ ওভারে।

    আজ সেখান থেকেই খেলা শুরু হলে নাসিম আরও একবার আগুন ঝরিয়েছিলেন। তবে শুরুর অধ্যায়টা একবার পারে করে ফেলার পর রাহুল-কোহলি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। ১৪৭ রানে দিন শুরু করা ভারত ৩৫ ওভারের মধ্যেই তুলে ফেলে ২২৫ রান; সেই সাথে একাদশে ফিরেই রাহুল পেয়ে যান ফিফটি। অন্য প্রান্তে নিয়মিত প্রান্ত বদল করতে থাকা কোহলিও এরপর ৫৫ বলে পেয়ে যান তার ৬৬-তম ওয়ানডে ফিফটি। কোহলি ফিফটি পেয়ে গেলে দুজনেই গিয়ার পাল্টান একসাথে।

    আক্রমণাত্মক হতে গিয়ে আধা সুযোগ দিয়ে দুজনেই রেহাই পেলেও হিসেব করে ঠিকই রানের চাকা সচল রাখেন। বিশেষ করে ইফতিখার আহমেদকে দুজনেই আক্রমণ করতে থাকার পর এক নাসিমকে ছেড়ে এরপর আর কাউকেই ছেড়ে কথা বলেননি দুজন। তবে সেই নাসিমের নবম ওভারেই দুর্দান্ত এক ছয়ে ৯৬ রানে গিয়ে কোহলি যেন মনে করিয়ে দিলেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফকে মারা সেই ছয়ের কথা। তাকে থামানো যে দুষ্কর কাজ হবে এদিন সেটা বুঝেই ওই ওভারের শেষ বলে সেঞ্চুরি পেয়ে যান রাহুল। বল প্রতি ষষ্ঠ সেঞ্চুরিটা দলে তার অবস্থান নিয়ে প্রশ্নগুলো যেন তুড়ি মেরেই উড়িয়ে দিল। অন্যদিকে ১৩,০০০ ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করার পরের বলেই কোহলি সেঞ্চুরি পূর্ণ করেন, ৮৪ বলে। ইনিংস ও ম্যাচের হিসেবে সবচেয়ে কম সময়ে এই অসামান্য মাইলফলক স্পর্শ করার পর দুজনে মিলে শেষ তিন ওভারে ৩৭ রান। ৯৪ বলে কোহলি ১২২* রান ও ১০৬ বলে কোহলি ১১১* রানে অপরাজিত থাকলে ভারত পায় ৩৫৬ রানের সুবিশাল সংগ্রহ।