নিউজিল্যান্ড সিরিজে সাকিব, মুশফিক বিশ্রামে, ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ
বড় পরিবর্তনের আভাস আগেই দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সেটিই হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে বিশ্রাম পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরও অনেকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল, ফিরেছেন মাহমুদউল্লাহও। অধিনায়ক লিটন দাস।
সাকিব, মুশফিকসহ এশিয়া কাপের দল থেকে বিশ্রাম পেয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামও। বিশ্বকাপের আগে তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। বিশ্রাম পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। চোট থেকে সেরে ওঠার জন্য নেই নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন, নাঈম শেখ ও আফিফ হোসেন, নিশ্চিত করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও নুরুল হাসান। দলে সুযোগ পেয়েছেন ওপেনার জাকির হোসেন, পেসার খালেদ ওপ লেগ স্পিনার রিশাদ হোসেন।
প্রধান নির্বাচক মিনহাজুল নিশ্চিত করেছেন, বিশ্বকাপের আগে দলের বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। এর মধ্যে জাকির, খালেদ ও রিশাদের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। আপাতত ২১ ও ২৩ সেপ্টেম্বর প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর অনুশীলন শুরু করবে দল।