• " />

     

    জাদুবলে ওয়েস্ট ইন্ডিজ দলে!

    জাদুবলে ওয়েস্ট ইন্ডিজ দলে!    

    ‘ম্যাজিক’!

    আসছে জুনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। কাইরোন পোলার্ড ও সুনীল নারাইনের দলে অন্তর্ভুক্তিকে ‘জাদু’ই মনে হচ্ছে ডোয়াইন ব্রাভোর কাছে।

     

    ‘আজকের কৌতুকের নাম ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক। এক মিনিট আগে পোলার্ড ও নারাইন দলের জন্য যথেষ্ট ‘ভাল’ ছিল না, আর এখন ত্রিদেশীয় সিরিজের জন্য উপযুক্ত হয়ে গেল? এটা তো ম্যাজিকের মতো। এক মিনিট আগে নির্বাচিত হতে আমাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলতে হতো, আবার পরের মিনিটেই মনে হচ্ছে, খেলার দরকার নেই! ম্যাজিক! একটু সিরিয়াস তো হও!’

    বিপত্তি আসলে ওই ঘরোয়া টুর্নামেন্টে খেলা না খেলা নিয়েই। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ডাক পাওয়ার একটা ‘শর্ত’, খেলতে হবে ঘরোয়া আসর নাগিকো সুপার ফিফটিতে। গেইল, স্যামি, ব্রাভো, পোলার্ড বা নারাইন, কেউই খেলেননি এ টুর্নামেন্টে। সে সময় গেইল, ব্রাভো আর স্যামি খেলছিলেন বিগ ব্যাশ লিগ। পোলার্ড তার আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ ‘র‍্যাম-স্ল্যাম’-এ খেলতে গিয়ে পেয়েছিলেন চোট, আর নারাইন অ্যাকশজনিত কারণে ছিলেন নিষিদ্ধ।

    ক্রিস গেইল প্রশ্ন তুলেছেন দুজনের অন্তর্ভুক্তি নিয়েই, ‘ডব্লিউআইসিবি সুনীলকে সুপার ফিফটিতে খেলতে দেয়নি, এখন আবার তাঁরাই তাঁকে নিচ্ছে। আর পোলার্ড যদি ফিট থাকতো, তবে তো সেও আমাদের মতোই বিগ ব্যাশ খেলতো!’

     

    ড্যারেন স্যামির প্রশ্নটা পোলার্ডকে নিয়েই, ‘পোলার্ড, তোমাকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে দেখাটা দারুণ। তবে আমাকে বলো, ২০১৪ সালের পর কোনো ওয়ানডে বা সুপার ফিফটিতে না খেলেও তুমি কিভাবে সুযোগ পেলে!’

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কথার লড়াই চলেছে টুইটারে। সেখানেই আবার পোলার্ড জবাব দিয়েছেন স্যামির প্রশ্নের, ‘ ‘বিংগো’, নাহ, আমার বলা উচিৎ ‘পিংগো’! মনে হয় নম্বরটা বদলে গিয়ে আমার নম্বরটা উঠেছে! কিংবা ইদানিং আমার ভাগ্যটা খুব ভাল যাচ্ছে!’

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সময়টা কি আদৌ ভাল যাচ্ছে!